স্বাধীনতা দিবসে নয়া রেকর্ড গড়ে ইতিহাস রচনা, শাহরুখ-সলমনকেও পেছনে ফেলল সানির ‘গদর ২’
বাংলাহান্ট ডেস্ক: এক দশক পর তারা সিং হিসেবে কামব্যাক করে শোরগোল ফেলে দিয়েছেন সানি দেওল (Sunny Deol)। ডুবন্ত বলিউডের হাল ফিরিয়ে প্রথম দিনেই মা লক্ষ্মীকে ঘরে তুলেছে ‘গদর ২’ (Gadar 2)। তারপর থেকে একের পর এক রেকর্ড গড়েই চলেছে সানি দেওল আমিশা পটেল অভিনীত ছবিটি। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে নতুন ইতিহাস গড়ল গদর ২। গত … Read more