ভোটের আগে পাঁচ টাকায় ডিম ভাত খাইয়ে আর বোকা বানানো যাবে না: হিরণ চট্টোপাধ্যায়
বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ তৃণমূল (tmc) ছেড়ে বিজেপিতে (bjp) চললেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও (hiran chatterjee)। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তাঁকে নিয়ে। অবশেষে গতকাল তিনি জানিয়েও ছিলেন বিজেপিতেই যাচ্ছেন। তবে গতকাল যশের সঙ্গে মঞ্চ ভাগ না করে আজ অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন হিরণ। অভিনেতার কথায়, এই বাংলা থেকে অলক্ষ্মীকে দূর করতে চান তিনি। যতদিন … Read more