ফের ভারত সেরা বাঙালি! পুরো ২০০ নম্বর পেয়ে NET পরীক্ষায় প্রথম স্থান দখল স্নেহিন সেনের
বাংলাহান্ট ডেস্ক : জয়েন্ট CSIR-UGC জাতীয় যোগ্যতা পরীক্ষায় (NET) 200 এর মধ্যে 200 নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম হলেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (ISI) গণিতে স্নাতকোত্তরের ছাত্র স্নেহিন সেন। ডিসেম্বর মাসে আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 31,702 জন পরীক্ষার্থী। এই পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত 19 ফেব্রুয়ারি। ফল প্রকাশের পর দেখা যায় এই পরীক্ষায় চমকপ্রদক … Read more