হিউস্টনে নরেন্দ্র মোদীর র্যালি, উপস্থিত থাকবেন ৪৫ হাজার মানুষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের সেপ্টেম্বর মাসে আমেরিকার সফরে যাবেন। আর সে সময় তিনি সম্ভাবিত হিউস্টনে একটি র্যালি করবেন। ওনার হিউস্টনের র্যালি নিয়ে ভারতীয় বংশভূতদের মধ্যে চরম উদ্দীপনা। হিউস্টনের ভারতীয় বংশভূতেরা এই শুনেই চরম উৎসাহিত যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সামনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বর মাসে সংযুক্ত রাষ্ট্রের জেনারেল অ্যাসেম্বলি-র বার্ষিক বৈঠকে অংশ নেওয়ার … Read more