চাকরি জীবন থেকে অবসর নিচ্ছে কুকুর, এলাহী আয়োজন করে দেওয়া হল বিদায় সম্বর্ধনা
বাংলাহান্ট ডেস্ক : সুদীর্ঘ চাকরিজীবন তার। সেই চাকরিজীবন থেকেই অবসর নিতে চলেছেন তিনি। শেষ মুহূর্তে তাকে বিদায় সম্বর্ধনা জানাতে বিমানবন্দরে ঢাকঢোল পিটিয়ে এলাহীভাবে করা হলো অনুষ্ঠান। অভিজাত কার্পেট পাতা রাস্তায় হুট খোলা একটি গাড়িতে গলায় একটি লাল রঙের মালা পড়ে সারম্বরে বসে আছেন তিনি। আকাশ থেকে টুপটাপ ঝরে পড়ছে পুষ্প বৃষ্টি। হুট খোলা সেই গাড়িটিকে … Read more