পুলিশের উপর তদন্ত হোক, ধর্ষকদের কেন এনকাউন্টার করলো : পি চিদাম্বরম, কংগ্রেস নেতা।
গতকাল সকাল হতেই দেশ একটা বড়ো খবর পেয়েছিল। খবর ছিল এই যে, হায়দ্রাবাদ গ্যাং রেপের অভিযুক্তদের পুলিশ এনকাউন্টার করে মেরে ফেলেছে। খবর সামনে আসার পর দেশের মেজাজ বেশ উৎসাহ পূর্ন হয়ে উঠে। তবে অভিযুক্তদের এনকাউন্টার করা নিয়ে নানাজনের নানা মন্তব্য সামনে আসতে শুরু হয়েছে। তথাকথিত বুদ্ধিজীবী ও সেকুলার গ্যাং কান্নায় ভাসিয়ে দিয়েছে। তো অন্যদিকে দেশের … Read more