দু দুটো এফআইআর খেয়েও বিন্দাস, ফেসবুক লাইভে মধ্যমা দেখালেন রোদ্দুর রায়!
বাংলাহান্ট ডেস্ক: তাঁর নামে দু দুটো এফআইআর।খাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবুও কোনো হেলদোল নেই রোদ্দুর রায়ের (Roddur Roy)। তিনি রয়েছেন নিজের ছন্দে। অভিযোগ দায়ের হওয়ার দিনই ফেসবুক লাইভ করে গান শুনিয়েছেন। শুধু তাই নয়, মধ্যমাও প্রদর্শন করেছেন তিনি! বৃহস্পতিবার ফেসবুকে একটি লাইভ করেন বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। … Read more