তালিবান সরকারে জঙ্গির ছড়াছড়ি, কেউ UN-র লিস্টে, কারও মাথার দাম আবার ৭৩ কোটি টাকা

বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের (afghanistan) দখল নিয়েছে তালিবানরা (taliban)। গঠন করেছে নতুন সরকার। তালিবানদের প্রধান হয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুনদ। অর্থাৎ তিনিই এখন আফগানিস্তানে তালিবানদের প্রধানমন্ত্রী। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর পদে রয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি। অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মোল্লা ইয়াকুব।

তবে তালিবান সরকারের প্রায় সকলেই বিশ্বমানের সন্ত্রাসী হিসেবে পরিচিত রয়েছেন। কেউ ‘ওয়ান্টেড ক্রিমিনাল’, আবার কারো মাথার দাম কয়েক কোটি টাকা। এমনকি জানা গিয়েছে, তালিবান সরকারের অন্ততপক্ষে ৫ জন নেতাকে সন্ত্রাসী ঘোষণা করেছিল জাতিসংঘ। কিন্তু এইসমস্ত কুখ্যাত জঙ্গীদের নিয়েই আফগানিস্তানে নতুন সরকার গঠন করেছে তালিবানরা।

1272694448

প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুনদঃ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালিবান সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন মোল্লা মোহাম্মদ হাসান আখুনদ। এরপর ২০০৮ সালের জানুয়ারিতে কাবুলে এক হামলায় এক মার্কিন নাগরিকসহ ছয় বেসামরিক নাগরিক মারা যান। সেই ঘটনায় জেরা করার জন্য মোল্লা মোহাম্মদ হাসান আখুনদকে খোঁজা হচ্ছিল।

chief of haqqani network jalaluddin haqqani dead sources

স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিঃ হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানিকে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই পাগলের মত খুঁজে বেড়াচ্ছে। গত দুই দশকে তালিবানের প্রাণঘাতী হামলার বেশিরভাগটাই করেছে এই সংগঠন। আল-কায়েদার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সংগঠনের। পাশাপাশি ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট হামিদ কারজাইকে গুপ্তহত্যার করার পেছনে সিরাজউদ্দিন হাক্কানির হাত রয়েছে বলে ধারণা করা হয়। আমেরিকার পক্ষ থেকে সিরাজউদ্দিন হাক্কানির তথ্য এনে দেওয়ার উপর ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফিঃ মাদক ব্যবসার সঙ্গে জড়িতে থাকার কারণে,জাতিসংঘের পক্ষ থেকে আবদুল সালাম হানাফিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর