প্রায় প্রতিদিনই আপনারা ভারতের বিভিন্ন শহরের ছেলেমেয়েদের সাফল্যের কাহিনী জানতে পারেন। যাঁরা স্বপ্ন এবং মনের ইচ্ছাকে বাস্তবায়িত করার জন্য কতই না কষ্ট, পরিশ্রম করেন। আর আপনাদের এমনই এক সফলতার কাহিনী জানাবো। এই কাহিনী হল দুই বোনের, তানিয়া ও সুজাতা বিশ্বাসের। এই দুই বোনের তৈরী ‘সুতা বোম্বে’ নামক কোম্পানি সফলতার এক উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এবার জেনে নিন এই দুই বোনের সফলতার গল্প।
প্রথমেই বলে রাখি, তানিয়া ও সুজাতা কিন্তু সৎ বোন। দেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তাদের বাবা পুলিশের চাকরি করতেন। তানিয়া ও সুজাতা দুজনেই ছোট থেকে মেধাবী ছিলেন। আর দুজনেই ইঞ্জিনিয়ারিং পাশ করে MBA করেন। এরপরেই তানিয়া IBM -এ চাকরি পান, আর সুজাতা এক নামী স্ত্রীর কোম্পানিতে চাকরি করেন। দুজনেই মোটা অঙ্কের স্যালারি পেতেন। এমনকি তাঁদের জীবন বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু তাঁদের মনের মধ্যে নতুন কিছু ও বিকল্প করার চিন্তা সবসময় হতে থাকত।
এরপর ২০১৬ সালে তাঁরা নিজেদের কিছু করার তাগিদে চাকরি ছেড়ে দেন। এরপর তারা শাড়ির ব্যবসা শুরু করতে উদ্যোগী হন। সুতির শাড়ি হাইলাইট করার জন্য তারা বাংলার কারিগরদের দ্বারা বোনা শাড়ির প্রচার করেন। সুতির শাড়ি উত্সাহীদের কাছে পৌঁছানোর জন্য তিনি তার ব্র্যান্ডের অমুদ্রিত একক রঙের শাড়িকে ডিজাইনার শাড়িতে রূপান্তরিত করেন। বর্তমানে, তাদের সংগ্রহে বিভিন্ন কারিগরদের ডিজাইন করা সিকুইন্ড ব্লাউজ এবং এমব্রয়ডারি শাড়ি রয়েছে।
এরপর মাত্র ৩ লক্ষ টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করেন। একটা শাড়ির কোম্পানি তৈরী করতে গেলে যা দরকার সমস্ত কিছুই তারা করেছেন। একজন অভিনেত্রীকে নিয়ে ব্রান্ডের প্রচার করতে অনেক খরচ হবে। আর তাই তাঁরা দুজনেই মডেল হয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শাড়ির ব্রান্ডের প্রচার শুরু করেন। মাত্র ৩ লক্ষ টাকা দিয়ে শুরু কোম্পানি আর দুই জন কর্মচারী থেকে আজ বাংলার ১৫০০ কর্মচারী তাদের কোম্পানিতে কাজ করেন।
২০১৯ সালে এই কোম্পানির টার্নওভার ১৩ কোটি টাকায় পৌঁছেছে। আজ তানিয়া এবং সুজাতা সফল ব্যবসায়ী হয়েছেন। তাদের সফলতার কাহিনী এখন চারিদিকে। নিজের স্বপ্ন ও ইচ্ছের মাধ্যমে যে কোনো কাজ করে সফল হওয়া যায়, তাঁর প্রমান দিয়েছেন এই দুই বঙ্গ সুন্দরী।