বাবুলের পর এবার হলদিয়ার বিজেপি বিধায়ক! তাপসী মণ্ডলকে নিয়ে দলবদলের জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলে (tmc) ভাঙন দেখা দিয়েছিল। সবুজ শিবিরের কর্মী সদস্যরা ঝাঁকে ঝাঁকে এসে নাম লেখাচ্ছিলেন বিজেপি (bjp) শিবিরে। সাধারণ কর্মী সমর্থক থেকে হেভিওয়েট নেতৃত্ব, সকলেই এসেছিলেন বিজেপির বাংলা জয়ের কান্ডারি হতে।

কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর অন্য চিত্র দেখা গেল গোটা বাংলা জুড়ে। এবার দলে দলে বিজেপি ছাড়তে শুরু করলেন সাধারণ কর্মী থেকে শুরু করে গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতৃত্বরা। গিয়ে নাম লেখালেন তৃণমূল শিবিরে। সেই তালিকায় নাম জুড়লেন মুকুল রায়, বাবুল সুপ্রিয়রাও।

এরই মধ্যে হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নভেম্বরে হলদিয়া জুড়ে গেরুয়া পতাকা ওড়ার বার্তা দিয়েছিলেন তিনি। আশ্বাস দিয়েছিলেন গেরুয়া আভা ছড়িয়ে দেওয়ার।

tapasi haldia

শুভেন্দু অধিকারীর এই বার্তাকে একেবারে নস্মাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, ‘বর্তমান সময়ে বিজেপি থেকে একাধিক নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। এই তালিকায় রয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলও (tapasi mandal)’।

দেবপ্রসাদ মণ্ডলের এমন মন্তব্যে চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। তবে এই দাবিকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন তাপসী মণ্ডল। তবে বর্তমান সময়ে দলবদলের যে হিড়িক পড়েছে, তাতে করে কিছুটা ভিত রয়েছে বিজেপির শিবির।

কিছুদিন আগেই বাবুল সুপ্রিয় দল ছাড়ার পর সাংসদ লকেট চট্টপাধ্যায়কে নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হলেও, তাতে সম্পূর্ণ রূপে জল ঢেলে দিয়েছেন হুগলির বিজেপি সাংসদ। তবে ভবানীপুর নির্বাচনের জন্য প্রচারে বেরিয়ে বৃহস্পতিবারই তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবী করেছেন, আগামীতে এক দক্ষ এবং ঘোর বিজেপির হেভিওয়েট নেতৃত্ব নাম লেখাতে চলেছেন তৃণমূলে। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর