‘ইজ্জত বিক্রি করিনা, ওনার বাড়ির মা-মেয়েরাই ২০০০ টাকায়…’, অভিষেককে জবাব সন্দেশখালির মহিলাদের

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ লোকসভা নির্বাচনে আবহে পশ্চিমবঙ্গের অন্যতম জ্বলন্ত ইস্যু হল সন্দেশখালি (Sandeshkhali)। সম্প্রতি আবার একটি ‘স্টিং অপারেশনে’র ভিডিও ভাইরাল হয়েছে। এরপর থেকে এই আরও বেড়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার নিশানা করা হয়েছে বিজেপিকে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সন্দেশখালির মহিলারা।

সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari) নিজের সমাজমাধ্যম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে, ‘বসিরহাটের যে বিজেপি প্রার্থী রেখা পাত্র, তাঁকেও ২০০০ টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে’। এরপর একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে সন্দেশখালির মহিলাদের প্রতিক্রিয়া চাওয়া হলে তাঁরা ক্ষোভ উগড়ে দেন।

সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একজন মহিলা বলেন, ‘ওনার বাড়ির মা এবং মেয়েরা মনে হয় ২০০০ টাকায় বিক্রি হয়, সেই জন্য উনি বলছেন, মেয়েরা ২০০০ টাকায় বিক্রি হয়েছে। খেটে খেতে জানি, আমরা ইজ্জত বিক্রি করতে জানি না। আমরা এসি ঘরে ফুটানি করি না’।

আরও পড়ুনঃ বাংলায় BJP একটা সিট বেশি পেলেই…! এগিয়ে আসবে বিধানসভা ভোট? তোলপাড় করা দাবি সুকান্তর

আর একজন বলেন, ‘উনি যখন রেট ঠিক করেছেন… উনি যখন পাকাপাকি বলছেন, ২০০০ টাকায় মা-বোনেরা সাজানো ঘটনা বলছেন… আমরা বিক্রি হয়ে গিয়েছি। আমরা তো কাঠের পুতুল! আমাদের যেভাবে বলছে সেভাবে চলছি। উনিই বলছেন। তাহলে ওনার ঘরে যে মা-বোনেরা আছেন, তাঁদের কি ২০০০ টাকার দাম দিয়ে লাইনে রেখেছেন?’

একজন মহিলা আবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছেন। চ্যালাচামুন্ডাদের দিয়ে আমাদের মিথ্যেবাদী প্রমাণ করছেন। আমাদের মিথ্যে দোষারোপ করছেন। ২০০০ টাকার বিনিময়ে আমরা রাস্তায় ইজ্জত বিক্রি করতে নেমেছি?’ স্থানীয় এক মহিলা আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি কতখানি পরিশ্রমী একজন মহিলা তা সংবাদমাধ্যমের প্রতিনিধিকে জানান।

Sandeshkhali women slam Abhishek Banerjee

এই ভিডিওটি শেয়ার করে তরুণজ্যোতি লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিসির গালে সপাটে থাপ্পড় মারল সন্দেশখালির সাধারণ মহিলারা। কতটা নোংরা হলে মহিলাদের ইজ্জতের দাম বেঁধে দেওয়া যায়, কালীঘাটের বিশেষ এলাকায় এটার প্রচলন অত্যন্ত প্রাচীন তাই স্বভাববশতই মনে হয় তৃণমূল কংগ্রেস এইরকম নোংরামি করছে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর