বাংলাদেশে থেকে ভারতের আধার পাসপোর্ট পাওয়া যাচ্ছে সহজেই, বিস্ফোরক তসলিমা

মোদী সরকার সম্প্রতি সংশোধনী নাগরিকত্ব আইন পাশ করেছে। সেটা আদৌ দেশের পক্ষে হিতকর কিনা তা নিয়ে তরজা চলছে শাসক বিরোধী থেকে নাগরিক সমাজ – ছাত্র সমাজ সর্বত্র। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক মন্তব্য করেছেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুক পোস্টে তসলিমা লেখেন কিছুদিন আগে এক পরিচিত হিন্দুর কাছে তিনি জানতে পারেন বাংলাদেশিদের কাছেও ভারতীয় পরিচয়পত্র আছে।

647904 taslima nasreen india 2

 

তিনি পোস্টে লিখেছেন যার কাছে তিনি জানতে পেরেছেন  তিনি তাঁর বিশেষ পরিচিত,  হিন্দু সম্প্রদায়ের। তিনি তাঁর কাছে জানতে পারেন শুধু একটি ভারতীয় পরিচয়পত্র নয় রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড এমনকি কিছুদিন আগে হওয়া আধার কার্ড পর্যন্ত তাঁর কাছে আছে। তিনি লিখেছেন এটা কি করে সম্ভব। উত্তরে তিনি জানতে পারেন পাসপোর্ট পর্যন্ত আছে এবং সেগুলি তিনি ঘরে বসেই পেয়েছেন। এসব শুধু তাঁর একার নয় বহু মানুষ ই এভাবে ভারতে না গিয়েই এসব জোগাড় করেছে বলে ওই ব্যক্তি জানিয়েছেন বলে তসলিমা পোস্টে শেয়ার করেছেন। তসলিমা আরও জানিয়েছেন টাকা দিলেই নাকি সব হয় বলে ওই ব্যক্তি দাবি করেছেন।

তসলিমা পোস্টে তাঁর ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন “বছর বছর টেম্পোরারি রেসিডেন্স পারমিট পেতে আমার জান বেরিয়ে যায়, আর দিব্যি বাংলাদেশের ঘরে বসে মানুষ পেয়ে যেতে পারে ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, এমন কী পাসপোর্টও।” তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্টে লিখেছেন নাগরিকত্বের হাজার কোটি টাকা অন্য কোনও জরুরি খাতে খরচ করলে কি বেশি ভালো হয় না !

 

সম্পর্কিত খবর