বাংলা হান্ট ডেস্ক: মারুতি সুজুকির (Maruti Suzuki) পর ফের একবার বিক্রির দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি হয়ে উঠেছে Tata Motors। ইতিমধ্যেই গত মাসের অর্থাৎ ২০২৪-এর ফেব্রুয়ারি মাসের কার সেলস রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেটি থেকে জানা গিয়েছে যে, টাটা মোটরস গত মাসে ভারতীয় বাজারে ৫১,৩২১ টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে। এদিকে, Hyundai Motor India Limited দেশীয় বাজারে ৫০,২০১ টি গাড়ি বিক্রি করেছে।
উল্লেখ্য যে, Hyundai এই বছরের প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারি ২০২৪-এ Tata-কে ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু, ফেব্রুয়ারিতে Tata Motors আবার দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে। ওই মাসে Tata Motors-এর Nexon এবং Punch ভারতে বাম্পার বিক্রি হয়েছে। অপরদিকে, Hyundai-এর Creta এবং Venue শীর্ষ স্থানে রয়েছে।
Tata Motors-এর জন্য ফেব্রুয়ারি মাসটি কেমন ছিল: উল্লেখ্য যে, Tata Motors চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট ৮৬,৪০৬ ইউনিট যাত্রীবাহী ও বাণিজ্যিক যানবাহন বিক্রি করেছে। এই সংখ্যাটি ২০২৩ সালের ফেব্রুয়ারির ৭৮,০০৬ ইউনিটের চেয়ে ৯ শতাংশ বেশি। এদিকে, এখন যদি আমরা যাত্রীবাহী যানবাহন এবং বাণিজ্যিক যানবাহনের পৃথক সেলস রিপোর্টের দিকে তাকাই সেক্ষেত্রে যাত্রীবাহী যান বিভাগে Tata Motors ফেব্রুয়ারির ২৯ দিনে ৫১,৩২১ টি গাড়ি এবং SUV বিক্রি করেছে। পাশাপাশি, এক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার হল ১৯ শতাংশ।
আরও পড়ুন: ঈশান-শ্রেয়সকে ঘিরে বিতর্কের আবহে এবার এন্ট্রি মহারাজের! জয় শাহকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে এই সংস্থা ৩৫,০৮৫ টি গাড়ি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিক্রি করেছে। যেখানে ৪ শতাংশের বার্ষিক পতন পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য যে, Tata Motors ভারতীয় বাজারে যাত্রীবাহী অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিক্যালের সেগেমেন্টে বিভিন্ন জনপ্রিয় মডেলের গাড়ি বিক্রি করে। যার মধ্যে রয়েছে Nexon, Punch, Harrier, Safari, Tiago, Altroz, Tigor, Punch EV, Nexon EV, Tiago EV এবং Tigor EV।
আরও পড়ুন: মিলেছে বাম্পার রিটার্ন! রতন টাটার এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের করেছে মালামাল
এদিকে, Hyundai Motor India Limited গাড়ি বিক্রির দিক থেকে তৃতীয় স্থানে নেমে গেছে। গত ফেব্রুয়ারিতে এই সংস্থা মোট ৬০,৫০১ টি গাড়ি এবং SUV বিক্রি করেছে। যেখানে দেশীয় বাজারে, দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি ৫০,২০১ টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে এবং এক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার হল ৬.৮ শতাংশ। এর পাশাপাশি, ভারতে তৈরি ১০,৩০০ টি Hyundai গাড়ি বিদেশেও রপ্তানি করা হয়। Hyundai এর সম্প্রতি লঞ্চ করা নতুন Creta Facelift বিপুলহারে বিক্রি হচ্ছে। Hyundai SUV সেগমেন্টে Exeter, Venue, Tucson, Alcazar, Kona EV এবং Ioniq 6-এর মতো গাড়ি বিক্রি করে। Grand i10 Nios এবং i20-ও হ্যাচব্যাক সেগমেন্টে ভালো বিক্রি হয়। উল্লেখ্য যে, Hyundai আগামী ১১ মার্চ থেকে Creta N Line লঞ্চ করতে চলেছে।