বাংলা হান্ট ডেস্ক : অনশনরত টলিউড তারকাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। দেখতে দেখতে দু’মাসের বেশি সময় অতিক্রান্ত। এখনো অধরা তিলোত্তমার বিচার। কিন্তু এখনও পর্যন্ত প্রতিবাদ থামাননি রাজ্যের জুনিয়ার ডাক্তাররা। তবে এখন তাদের এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। দলে দলে সেই আন্দোলনে এসে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা।
দেবলীনার উদ্দেশ্যে বিশেষ বার্তা তথাগতর (Tathagata Mukherjee)
মহালয়ার পর থেকেই জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের কর্মসূচিতে যোগ দিয়েছেন বাংলা বিনোদন জগতের বেশ কিছু সেলিব্রেটি। এরই মধ্যে শনিবার থেকে ২৪ ঘন্টার অনশনে বসেছেন টলিউডের বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্ত, চৈতি ঘোষাল, প্রতীক সেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়,দেবলীনা দত্ত এবং তানিকারা।
কিন্তু সেলিব্রেটিদের অনশনে যোগ দেওয়ায় সমাজের একাংশের মানুষ এই সমস্ত সেলিব্রিটিদের নামের পাশে ফুটেজখোর,স্বার্থলোভীর মতো তকমা এঁটে দিতেও দুবার ভাবছেন না। আর এবার এই সমস্ত ট্রোলারদের উদ্দেশ্যেই কড়া বার্তা দিলেন অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)। তথাগতর (Tathagata Mukherjee) কথায়, ‘অনেকের দাবী, অনেক অভিনেতা, পরিচালক, পরিচিত মানুষদের এ লড়াই নাকি সস্তার ফুটেজের জন্য, জনপ্রিয়তার লোভে। বলার এটকুই এ পোড়া দেশে ফুটেজ পেতে নারী পুরুষ নির্বিশেষে পোশাক নিরাবরন করাই যথেষ্ট। উর্ফি জাভেদ, পুনম পান্ডে যে সমাজে সেলিব্রিটি, সে সমাজে শিরদাঁড়ার জন্য এরকম লক্ষ ফুটেজ ক্যামেরা বন্দী হোক।’
শুধু তাই নয় এদিন অনশন মঞ্চে উপস্থিত ইন্ডাস্ট্রির সহকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার তথাগত মুখোপাধ্যায় লিখেছেন, ‘তোমাদের/তোদের চিনি, সহকর্মী হিসেবে, বন্ধু হিসেবে। মেরুদন্ডী মানুষ হিসেবে চিনলাম, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে।’
আরও পড়ুন : গানের মধ্যেই শরীরের চিৎকার! কলকাতার কনসার্টে শ্রেয়ার কণ্ঠে RG কাণ্ডের প্রতিবাদ
প্রসঙ্গত এই অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত-ও। তিনি তথাগত’র প্রাক্তন স্ত্রী। যদিও খাতায় কলমে এখনও তাঁরা স্বামী-স্ত্রী। এদিন নাম করেই দেবলীনার উদ্দেশ্যে খোলা চিঠিতে তথাগত লিখেছেন, ‘লড়াই জারী থাকুক বন্ধু। প্রাপ্তি ছাড়া, স্বার্থ ছাড়া, শুধুমাত্র ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়া কজন পারে। ব্যক্তিগতভাবে তোকে সবচেয়ে বেশি চিনি, তাই নিসংকোচে, নির্দ্বিধায় বলতে পারি গত তিন মাসে তোর এই স্বার্থহীন লড়াই পরিচিত সবাইকে, আমাকে নিশ্চিতভাবে গর্বিত করেছে।’
সবশেষে অনশনকারীদের উদ্দেশ্য করে তথাগত লিখেছেন, ‘ঠিক ভুল, ব্যক্তিগত মতাদর্শের উর্দ্ধে গিয়ে তিন মাস ধরে দাঁতে দাঁত চিপে সমস্ত কাজ ফেলে, ভবিষ্যতের নিশ্চিন্ততার ভাবনা ফেলে, এ লড়াই যারা করছে, তারা সবাই সত্যিকারের সেলিব্রিটি হোক। পারলে আপনি বা আপনারাও ত্যাগের লড়াইতে যোগ দিন, জনপ্রিয় হোন, সেলিব্রিটি হোন, মানুষ হোন। আমি তো পারিনি, আমার মতোই অধিকাংশই পারেননি, দেখুন না আপনি পারেন কি না, ভিড়ের মধ্যে বুক চিতিয়ে, শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে।’