বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (BJP) নেতা তিনি, একসময় শক্ত হাতে দলের দায়িত্ব সামলালেও বর্তমানে খুব একটা সক্রিয় ভূমিকায় নেই। তবে টুইটারে নিজের করা মন্তব্যের জন্য আকসার শিরোনামে থাকেন তথাগত রায় (Tathagata Roy)। পাশাপাশি টুইটে প্রায়শই খোদ নিজের দলকেই নিশানা করেন তথাগত। মঙ্গলবার এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের দলের নেতাদের উদ্দেশ্য করে কড়া মন্তব্য তথাগতর।
এদিন অন্য দল থেকে বঙ্গ বিজেপিতে আসা নেতাদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেনত “আমার চিরকালই এমন মনে হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে সে কথা বার বরা বলেও ছিলাম। তখনও কোনও সক্রিয় ভূমিকা ছিল না। তাই প্রকাশ্যে না হলেও, বার বার বলেছি। কিন্তু কেউ কর্ণপাত করেননি। ফলও মিলেছে হাতেনাতে। পালে প্রবল হাওয়া থাকা সত্ত্বেও হেরে ভূত হয়ে গেল বিজেপি। তাতে ‘নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুমডুম’ এই বলে যুক্তিও সাজানো হল।”
তথাগতর সংযোজন, “দলের প্রতি নিষ্ঠা থাকা দরকার। যারা শুধু টাকা-পয়সা, মহিলা, এই সব ধান্দা নিয়ে এসেছেন, তাদের যতদূর সম্ভব বাইরে রাখা উচিত। তারা কারা, সকলে জানেন। দলের ভিতরের সকলে তো জানেনই।” এরপর ‘২১-এর নির্বাচনে বিজেপি-র পরাজয় নিয়ে কামিনী কাঞ্চন প্রসঙ্গ তোলেন তথাগত। সেই নিয়ে ২১ এ বিতর্ক কমদূর গড়ায় নি।
এদিন সেই প্রসঙ্গই তুলে তথাগতর মন্তব্য, “একজন অভিনেত্রী, তারা নানা গুণাগুণ রয়েছে। সে কথায় যাচ্ছি না। কিন্তু সেই অভিনেত্রী বিজেপি-র টিকিট পেয়ে তৃণমূলের এক জন তাবড় নেতার সঙ্গে স্টিমার পার্টিতে গিয়ে জলকেলি করলেন। তার পরও তার টিকিট বাতিল হল না! একে কী বলবেন! এমন কাজ সুস্থ মস্তিষ্কের কোনও মানুষ কখনও করেন! দলের মধ্যে এ নিয়ে কোনও প্রতিবাদই শোনা যায়নি।”
পাশাপাশি তথাগতর দাবি, নির্বাচন সময়ে বিজেপির অন্যতম প্রধান সৈনিক দিলীপ ঘোষ যে ভাষায় নির্বাচনী প্রচার চালিয়েছিলেন তাতেই বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় বাংলার সাধারণ মানুষ। এরপর বিস্ফোরক মন্তব্যে দিলীপকে একহাত নিয়ে তিনি বলেন, ২১ নির্বাচনকালে বিজেপির দিলীপ ঘোষকে জন প্রতিনিধির বদলে স্থানীয় গুন্ডা ভাবতে শুরু করেছিল রাজ্যের মানুষ। প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও বহু বার দলেরই নেতাদের নিশানা করেছেন তথাগত। এদিনও তার ব্যতিক্রম হল না।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…