বাংলা হান্ট নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়ন ভারত-দক্ষিণ আফ্রিকার তিন টেস্টের সিরিজের চরম পর্যায় উপস্থিত। ভারতীয় দল ২৯ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সিরিজ জিততে পারেনি। এই মুহূর্তে প্রথম টেস্ট ম্যাচে জয়ের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে ভারতীয় দল। এই ম্যাচ জেতার থেকে মাত্র ৩ ধাপ দূরে রয়েছে ভারত।
পঞ্চম দিনের শুরুতে ভারতীয় দলের দরকার ছিল মাত্র ৬ উইকেট। পঞ্চম দিনে ৫২ রান করে ক্রিজে ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। তিনি আজ ৭৭ রান করে আউট হয়েছেন। তেম্বা বাভুমা এবং কুইন্টন ডি কক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু সিরাজ ফেরত পাঠিয়ে দিয়েছেন ডি কক-কে। প্রতিবেদনটি লেখার সময় মার্কো জেন্সন-কে সাথে নিয়ে লড়াই চালাচ্ছেন বাভূমা।
আর আগে সৌরভ গাঙ্গুলি, মহেন্দ্র সিং ধোনির মতো অধিনায়করাও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে পারেননি। ভারত দক্ষিণ আফ্রিকায় ২০ টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র তিনটিতে জিতেছে। ভারতীয় দল সেঞ্চুরিয়নে দুটি টেস্ট ম্যাচ খেলেছে, যেখানে তাকে হারের মুখে পড়তে হয়েছে। ম্যাচ জিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে অধিনায়ক বিরাট কোহলির সামনে। সেই সঙ্গে আজ বিরাট কোহলি প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দুটি বক্সিং ডে টেস্ট জেতার নজিরও গড়তে পারেন।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে কোণঠাসা করে ফেলেছে ভারত। পুরোপুরি দাপট দেখাচ্ছেন ভারতীয় পেসাররা। ৩ টি উইকেট নিয়েছেন যশপ্রীত বুমরা। ২ টি করে উইকেট মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের। প্রতিবেদনটি লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেট হারিয়ে ১৬৪।