চলতি বছরে ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের একটি বিশেষ রেকর্ড ছুঁয়ে ফেলেছে রোহিতের ভারত

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পরপর দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছে ভারতীয় দল। ঘরের মাটিতে ২ শক্তিধর দেশের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বেসরকারি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে রোহিত শর্মারা। এরইমধ্যে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে জয় পেয়েছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দ্বিতীয় সারির ভারতীয় দল।

এইমুহূর্তে ভারতীয় ক্রিকেট এতটাই সমৃদ্ধ যে ভারত একই সময়ে দুটি টুর্নামেন্টেও ভিন্ন দল নামাতে পারে এবং সেই দুটি দলই নিজ নিজ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার ক্ষমতা রাখে। এতে ভারতীয় দলের হাতে অপশন প্রচুর বেড়েছে। যদিও শেষপর্যন্ত বড় কোনও ট্রফি ঘরে তুলতে না পারলে এত সমৃদ্ধ হয়েও কোন লাভ হবে না ভারতের।

তবে ভারতীয় দল চলতি বছরে একটি বড় রেকর্ড ছুঁয়ে ফেলেছে এবং ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে সেই রেকর্ডটি ভেঙ্গে ফেলা একপ্রকার নিশ্চিত হয়ে রয়েছে। চলতি বছরে ভারতীয় দল এক ক্যালেন্ডার বর্ষে কোন জাতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়েছে। এত দিন অবধি এই রেকর্ডটি একক ভাবে দখলে রেখেছিল রিকি পন্টিংয়ের ২০০৩ সালের অস্ট্রেলিয়া দল। সেই বছর বিশ্বকাপ জয়ের পাশাপাশি ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছিলেন পন্টিংরা।

চলতি বছরে ভারতীয় দল একাধিক অধিনায়কের নেতৃত্বে মাঠে নেমেছে একাধিক ফরম্যাটে। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, যশপ্রীত বুমরা, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানের মত ক্রিকেটাররা ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন চলতি বছরে। সকলের অধিনায়কত্বের সংমিশ্রণে চলতি বছরে ভারতীয় দল ৩৮ টি আন্তর্জাতিক ম্যাচ জিতে ফেলেছে এবং ভারতের সামনে এখনো আগামী দুই তিন মাসে একাধিক আন্তর্জাতিক ম্যাচ জেতার সুযোগ রয়েছে।

কিন্তু ভারতীয় দল ভবিষ্যতে পন্টিংদের সেই ৩৮ ম্যাচ জয়ের রেকর্ড ভেঙে ফেললেও একটি ব্যাপারে সেই অস্ট্রেলিয়া দল এগিয়ে থাকবে। রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন সেই অস্ট্রেলিয়া মাত্র ৪৭ টি ম্যাচ খেলে ৩৮ টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল ২০০৩ সালে। চলতি বছরে ভারতীয় দল ইতিমধ্যেই এই রেকর্ডটা ভাঙতে গিয়ে ৫৫টি ম্যাচ খেলে ফেলেছে। কাজেই জয়ের আনুপাতিক হিসেবে পন্টিংয়ের সেই বিশ্বজয়ী অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে রয়েছে এখনও।

সম্পর্কিত খবর

X