পছন্দ করেন না রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা, অবসর নেওয়ায় শেষ উপায় এই ক্রিকেটারের কাছে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলকে টেস্ট ও ওয়ান ডে সিরিজে বিশ্ৰী হারের মুখে পড়ার পর থেকেই নির্বাচকরা দলে বেশ কিছু রদবদল করে চলেছেন। তার ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। শ্রীলঙ্কা সফরে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত। শ্রীলঙ্কা সিরিজের আগেই অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড়কে টেস্ট দল থেকে বাদ দেওয়ার আশঙ্কা বাস্তবায়িত করেছিলেন নির্বাচকরা। অনেক নতুন খেলোয়াড়ও দলে এসেছেন। কিন্তু এরই মধ্যে নির্বাচকরা ভারতীয় দলের একজন অভিজ্ঞ খেলোয়াড়কে নিজেদের হিসেবের বাইরে বের করে দেওয়ার কথা ভাবছেন।

কিছুদিন আগেই বিসিসিআইয়ের অন্দরমহল থেকে খবর এসেছিল যে ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মার কেরিয়ার এখন শেষ বলেই ধরে নেওয়া যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের একটি ম্যাচেও সুযোগ পাননি তারকা পেসার। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়ের কেরিয়ার ধীরে ধীরে শেষ হওয়ার দিকে এগোচ্ছিল। আগে থেকেই এটা নিশ্চিত ছিল যে ইশান্ত নির্বাচকদের প্রথম পছন্দ নন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একটি সূত্র এ বিষয়ে বলেছিলেন, ‘পূজারা, রাহানে এবং সাহার মতো ইশান্তেরও আন্তর্জাতিক কেরিয়ার এখন শেষ হয়ে যেতে পারে। বুমরা, শামি এবং সিরাজ এখন শীর্ষ বোলারদের মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন। এরপরে আছেন শার্দুল ঠাকুর, যিনি একজন অলরাউন্ডার এবং উমেশ যাদব পঞ্চম পেসার। ফলে ইশান্তের আর সুযোগ পাওয়ার উপায় নেই।

ইশান্ত শর্মার পারফরম্যান্স আর আগের মতো নেই। বয়সও এর পেছনে একটি বড় কারণ।অন্যদিকে সিরাজ ও বুমরার মতো বোলাররা এখনও অনেক তরুণ। তাই এই মুহূর্তে তরুণ বোলারদের নিয়েই এগোতে চাইছে বিসিসিআই।

সম্পর্কিত খবর

X