বাংলাহান্ট ডেস্ক : বিহারে নির্বাচনী উত্তাপ চরমে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এনডিএ বনাম মহাগঠবন্ধনের লড়াই ক্রমেই জমে উঠছে। তবে ভোট গণনার আগের দিন, বৃহস্পতিবার প্রশাসনকে কড়া হুঁশিয়ার দেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ২০২০-র মতো ভুল যেন আবার না হয়। তাহলে জনগণই এর জবাব দেবে, স্পষ্ট জানিয়ে দেন লালু পুত্র।
বিহারে ভাগ্য পরীক্ষার আগে প্রশাসনকে সতর্ক করল তেজস্বী যাদব (Tejashwi Yadav)
গত বিধানসভা ভোটের সময় বিহারের জনমত মহাগঠবন্ধনের পক্ষেই ছিল। কিছু নতজানু অফিসারের কারচুপির জেরে ফলাফল বদলে যায় বলে অভিযোগ করেন তেজস্বী (Tejashwi Yadav)। তবে এবারের ফলাফল নিয়ে তিনি আত্মবিশ্বাসী। আরজেডি নেতা এদিন বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে চলেছে মহাগঠবন্ধন জোট। সব গণনাকেন্দ্রেই তাঁদের কর্মীরা সতর্ক হয়ে রয়েছেন।

আগের ভুল যেন না হয়: এরপরেই প্রশাসনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি আবারও ২০২০ র মতো কোনও ভুল হয়, সংবিধান বহির্ভূত কিছু করে কিংবা অন্য কারও নির্দেশে কাজ করে প্রশাসন, তবে এবার জনতা নিজেরাই ব্যবস্থা নেবে। তিনি (Tejashwi Yadav) আরও বলেন, যে সমস্ত অফিসাররা ২০২০ র ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছেন, তাঁদের মনে রাখা উচিত এটা অপরাধ। ভোট গণনার সময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
আরও পড়ুন : ১৫ বছর পর সঞ্চালক বদল, দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনায় মীর! আর দেখা যাবে না রচনাকে?
ফলাফল নিয়ে আশাবাদী তেজস্বী: এসআইআর এর পর প্রথম নির্বাচনে সম্মুখ সমরে তেজস্বী (Tejashwi Yadav) বনাম নীতিশ। তবে লালু পুত্রের দাবি, বিহারের মানুষ বদল চায়। তাই এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত তাঁরা নিয়ে ফেলেছেন। আর তাই ফলাফল ঘোরাতে অফিসারদের উপর দিল্লি থেকে নির্দেশ এসেছে বলে অভিযোগ করেন তিনি। ভোটগণনায় দেরি করিয়ে দেওয়ার আশঙ্কাও রয়েছে বলে অভিযোগ করেন তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি দাবি করেন, মহাগঠবন্ধন স্বচ্ছ ব্যবধানে জিতছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবেই গণনা সম্পন্ন করবে বলে আশাবাদী তেজস্বী।
আরও পড়ুন : নীতিশ বনাম তেজস্বীর হাড্ডাহাড্ডি টক্কর, ভোট গণনার শুরুতেই ১২৩ আসনে এগোলো এনডিএ, মহাগঠবন্ধন এগিয়ে ৭৭ আসনে
প্রসঙ্গত, শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা। এক ঘন্টা পেরোতে না পেরোতেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে নীতিশের জোট। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২৪৩ টি আসনে এগিয়ে এনডিএ। আর মহাগঠবন্ধন জোট এগিয়ে ১০৬ টি আসনে।












