বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের রাজৌরির জেলায় বিজেপি নেতা জসবির সিংয়ের উপর গ্রেনেড হামলা করা হয়েছে। এই হামলায় ৫ জন আহত হয়েছেন আর এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। জঙ্গিরা রাজৌরির খান্দলি এলাকায় বিজেপি নেতা জসবির সিংয়ের বাড়িকে নিশানা করে গ্রেনেড ছোড়ে।
গ্রেনেড হামলার পর গোটা এলাকায় তুমুল আতঙ্ক ছড়ায়। সেনা গোটা এলাকা সিল করে তল্লাশি চালাচ্ছে। হামলায় আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
উপত্যকায় বিগত কয়েক মাসে বহু বিজেপি নেতার উপর হামলা হয়েছে। বহু বিজেপি নেতা প্রাণ ও হারিয়েছেন। আর এই কারণে বহু বিজেপি নেতা দলও ছেড়ে দিয়েছেন। ৯ আগস্ট অনন্তনাগে জঙ্গিরা বিজেপি নেতা গোলাম রসুল ডার আর ওনার স্ত্রীকে গুলি করে হত্যা করে।
জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ওই হামলা নিয়ে শোক প্রকাশ করেছিলেন। অনন্তনাগের লাল চকে জঙ্গিরা ডার আর তার স্ত্রীকে গুলি করে হত্যা করেছিল। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।