অস্ট্রিয়ায় মুম্বাইয়ের মতই ভয়াবহ জঙ্গি হামলা, ছয় জায়গায় চলা নাশকতায় এখনো পর্যন্ত ৭ জনের মৃত্যু

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রিয়ায় (Austria) মুম্বাইয়ের মতো জঙ্গি হামলার (Austria Attack) ঘটনা ঘটেছে। এই হামলা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় (Vienna) হয়েছে। এই জঙ্গি হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে আর বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। সেনা একজন হামলাকারীকে নিকেশ করেছে। শোনা যাচ্ছে যে, এই হামলা ভিয়েনার ছয়টি আলাদা-আলদা জায়গায় হয়েছে। আপাতত গোটা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

পুলিশ জানায়, হামলাকারী শহরের কেন্দ্রে একটি উপাসনালয়ের পাশে সমেত মোট ছয়টি জায়গায় হামলা চালায়। অস্ট্রিয়ায় করোনা ভাইরাসের কারণে আবারও লকডাউন জারি করার কয়েক ঘণ্টা আগেই এই হামলা হয়েছে।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সাবেস্তিয়ান কুর্জ (Sebastian Kurz) বলেন, আমাদের পুলিশ জঙ্গি হামলা আর অপরাধীদের বিরুদ্ধে নির্ণায়ক ভূমিকা পালন করবে। উনি বলেন, আমরা সন্ত্রাসবাদকে ভয় পাবো না। আর আমরা এই হামলার বিরুদ্ধে আমরা লড়াই করব। কুর্জ বলেন, পুলিশ ব্যাপক ভাবে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেমেছে আর ভিয়েনার প্রধান বিল্ডিং গুলোকে সুরক্ষিত করা হয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর