বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশের স্পেশ্যাল সেল সোমবার এক বড় নার্কো টেরর মডিউলের পর্দাফাঁস করে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে। গ্রেফতার জঙ্গিদের মধ্যে দুজন পাঞ্জাব থেকে আর তিনজন জম্মুর বাসিন্দা বলে জানা যাচ্ছে।
ডিসিপি স্পেশ্যাল সেল প্রোমোদ কুশওয়াহ বলেন, দিল্লীর শকরপুর থেকে পাঁচ জনকে একটি স্পেশ্যাল অভিযানে গ্রেফতার করা হয়েছে। উনি জানান, পাঁচজনের মধ্যে দুজন পাঞ্জাবের বাসিন্দা আর তিনজন কাশ্মীরের। কুশওয়াহ জানান, এদের কাছ থেকে হাতিয়ার আর অন্যান্য আপত্তিজনক বস্তু উদ্ধার করা হয়েছে।
#UPDATE The group was backed by ISI for Narcoterrorism. The name of the terror organisation is yet to be confirmed: Delhi Police https://t.co/SVW6S4kkp0
— ANI (@ANI) December 7, 2020
সংবাদসংস্থা ANI অনুযায়ী, দিল্লী পুলিশ জানিয়েছে যে, এই গ্রুপকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI মাদক দ্রব্য পাচারের জন্য সম্পূর্ণ সহযোগিতা করত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাশ্মীরের তিন সন্দেহভাজনের পরিচয় শাবির আহমেদ, মোহম্মদ আয়ুব পাঠান আর রিয়াজ বলে জানা গিয়েছে। আর পাঞ্জাবের গুরজীত সিং এবং সুখদীপ সিংকে এই অভিযানে গ্রেফতার করা হয়েছে।
পাঞ্জাবের বাসিন্দা গুরজীত আর সুখদীপ ১৬ অক্টোবর ২০২০ পাঞ্জাবে শৌর্য চক্রে সন্মানিত বলবিন্দর সন্ধুকে গুলি করে হত্যা করেছিল। তাঁরা পাঞ্জাবের গ্যাংস্টার সুখ ভিখারীবালের সাথে যুক্ত। মঙ্গল্বারের দিনে দুজন তিন কাশ্মীরির থেকে মাদক দ্রব্য নিতো।