বিশাল ক্ষতির মুখে টেসলার মালিক ইলন মাস্ক, জলে গেল কয়েক হাজার কোটি টাকা

বাংলাহান্ট ডেস্ক : মাত্র একদিনে ১০৯ বিলিয়ন ডলার পড়ল টেসলার বাজার দর। বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক এই সংস্থার চতুর্থ কোয়ার্টারের আয় এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বিনিয়োগ কারীদের সন্তুষ্ট করতে ব্যর্থ হওয়াতেই এই ধস বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বৈদ্যুতিন গাড়ির শেয়ার কমেছে ১২%। এদিক নিউইয়র্কে টেসলার শেয়ার ছিল মাত্র ৮২৯ ডলার যা কি না ১৪ অক্টোবর ২০২১ এর পর থেকে সর্বনিম্ন।

গতবছর নভেম্বর মাসে পতনের পর এউ দ্বিতীয়বারের জন্য একদিনের মন্দায় ১০০ বিলিয়ান ডলারের বেশি ক্ষতি হল টেসলার।

অপটিমাস নামে একটি হিউম্যানয়েড রোবটের উপর জোর দিয়েছিল টেসলা। কিন্তু এই মডেলটিতে এমন কিছুই ছিল না যা বিনিয়োগকারীদের আকর্ষিত করতে পারে। গত সপ্তাহে টেসলার বাজারমূল্যে এহেন ধসের কারণ হিসেবে নতুন কোনো গাড়ির ঘোষণা না করা এবং অত্যন্ত কম আয়কেই দায়ি করছেন পর্যবেক্ষকরা।

মানুষ দীর্ঘদিন ধরেই আশা করে ছিলেন যে অতি শীঘ্র বাজারে সস্তা দামের বৈদ্যুতিন গাড়ি নিয়ে আসবে টেসলা। তারা এমন একটি গাড়ির কথা ঘোষণাও করেছিল যেটির দাম হত মাত্র ২৫০০০ ডলার। তবে বর্তমানে কোনো বৈদ্যুতিন গাড়ি নিয়েই কাজ করবে না টেসলা। টেসলার সিইও ইলন মাস্ক জানিয়েছেন, ২০২২ সালে বাজারে কোনো রকম বৈদ্যুতিন যানবাহন আনবে না সংস্থা। এর পরিবর্তে জোর দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বায়ত্বশাসিত ড্রাইভিং টেকনোলজির উপর।

মানুষের চাহিদা অনুযায়ী জিনিস বাজারে না আনাকেই টেসলার এই মন্দার পিছনের কারণ হিসেব দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে এই ভিন্ন পথে হাঁটাই পরে আঘাত করবে টেসলার ভবিষ্যতকে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর