কাশ্মীর থেকে 370 ধারা তুলে দেওয়ার পরই কয়েক দিন ধরে জঙ্গি হামলার নানান খবর সামনে আসছে। আর এবার ভারতীয় গোয়েন্দারা দিল এক বিশেষ তথ্য। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে পাক কম্যান্ডোরা ছোট ছোট বোটে চড়ে আরব সাগরের গা বেয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। আর এই তথ্যের পরই রেড এলার্ট জারি করা হল গুজরাটের কচ্ছের বন্দর গুলিতে। গোয়েন্দারা জানিয়েছেন যে সামনেই গনেশ পূজা আর এই গনেশ পূজাকে কেন্দ্র করে পাক কম্যান্ডোরা ভারতবর্ষে অশান্তি ছড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে ভারতে ঢোকার। আর সেই জন্য এই তথ্যের পর থেকেই গুজরাটের সমুদ্র বন্দর গুলিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সর্তকতা।
গোয়েন্দারা আশঙ্কা করছেন যে কাশ্মীর থেকে ধারা 370 তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তান রাগে ফুঁসছে এবং তারা নানা হবে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে। সেই জন্যই মুম্বাই, দিল্লির পর তারা টার্গেট করেছে গুজরাটকে আর এই প্রেক্ষিতেই গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে যে ভারতবর্ষের সেনাবাহিনীর যাতে সর্বদা প্রস্তুত থাকে যেকোনো প্রকার হামলার মোকাবিলা করবার জন্য।
ভারতীয় বায়ুসেনার প্রধান আডমিরাল কর্মবীর সিং জানিয়েছেন যে, ভারতের বড়সড় জঙ্গি হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে জাইশ-ই-মহম্মদের একটি দলকে। আর সেই জন্যই যেকোনো প্রকারের কঠিন পরিস্থিতির মোকাবিলা কড়া হতে করবার জন্য সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে ভারতের উপকূলবাহিনীকে। এছাড়াও চালানো হচ্ছে 24 ঘণ্টা পেট্রোলিং।