‘লক্ষ্মী যে কত অসহায়’, মুখ্যমন্ত্রীর ‘লক্ষ্মী ভান্ডার’কে কটাক্ষ করে গান বাঁধলেন বিজেপি বিধায়ক

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ক্ষমতায় এসে কথা মতন ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। আর মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে কটাক্ষ করেই গান বাঁধলেন হরিণঘাটার (haringhata) বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার (asim sarkar)। গানের মধ্যে দিয়েই তুলোধনা করলেন রাজ্য সরকারকে।

গত মাসের ১৬ তারিখ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। আর সেখানেই পাওয়া যাচ্ছে ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পের ফর্ম। বেশকিছু জায়গায় এই ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পের ফর্ম তোলা জমা নিয়ে নানান ঘটনা সামনে এসেছে। কোথাও এই ফর্ম ফিলাপ নিয়ে চলেছে দুর্নীতি, তো আবার কোথাও লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর মেজাজ হারিয়েছেন লক্ষ্মীরা।

এবার সেসবকিছু নিজের গানের মধ্যে তুলে ধরলেন বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। গানে গানেই লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন তিনি। পাশাপাশি আবার গান শেষে বললেন, ‘বাংলার প্রত্যেক মায়েরাই লক্ষ্মী। আজ ৫০০ টাকা, ১০০০ টাকার জন্য এই ত্রাণের ব্যবস্থা, আর তার জন্য মায়েরা ছুটছেন লকডাউনের সমস্ত নিয়ম কানুন ভেঙ্গে। তাঁদের উপর পুলিশ অত্যাচার করছে, এটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি। আর লক্ষ্মীর মধ্যে যে SC, ST, জেনারেল যে ভাগ করে দেওয়া হয়েছে, তা আমার গানের মধ্যে দিয়ে তুলে ধরেছি’।

বিজেপি বিধায়কের এই গান বাঁধাকে পাগল আখ্যা দিয়ে হরিণঘাটার তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ জানান, ‘কোনরকম রাজনৈতিক পরিচয় না দেখেই দুয়ারে সরকারে সকলকেই ফর্ম দেওয়া হয়েছে। তাই এইধরনের কোন মন্তব্য ধোপে টেকে না’।

সম্পর্কিত খবর

X