বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে চলছে বামেদের ডাক ১২ ঘন্টার বাংলা বন্ধ (strike)। বিভিন্ন জায়গায় বন্ধের চিত্র ধরা পড়লেও, বেশকিছু জায়গায় আবার সবকিছু স্বাভাবিক থাকতেও দেখা গিয়েছে। একদিকে যেমন অবরোধ তুললে পুলিশ গেলে তাদের চকোলেট, মিষ্টি, ফুল দিচ্ছিল বাম সমর্থকরা। তেমনি অন্যদিকে পরীক্ষা দিতে যাওয়ার পথে অবরোধের জেরে পাণ্ডুয়া স্টেশনে আটকে পড়েন কলেজছাত্রী।
শুক্রবার ডাকা বামেদের ১২ ঘন্টা বন্ধের প্রভাব কিছু কিছু জায়গায় না পড়লেও, আবার বেশকিছু জায়গায় পড়তেও দেখা গিয়েছে। এরই মধ্যে পাণ্ডুয়া স্টেশনে রেল অবরোধ চলায় বর্ধমানে আইটিআই-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাওয়ার পথে পাণ্ডুয়া স্টেশনে আটকে পড়েন কলেজছাত্রী।
পরীক্ষা থাকায় অনেকবার বন্ধ সমর্থকদের অনুরোধ করেন, যাতে ট্রেন চলতে দেওয়া হয়। তাঁকে যেন পরীক্ষা দিতে যেতে দেওয়া হয়। কিন্তু তাঁর অনুরোধে সাড়া দেননি বন্ধ সমর্থকরা। অবশেষে স্টেশন চত্বরে দাঁড়িয়ে কাঁদতে থাকেন ওই কলেজছাত্রী। স্যোশাল মিডিয়ায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়ায়, বামেদের বিরুদ্ধে বিদ্বেষ জন্মেছে সাধারণ নাগরিকদের মনে।
বেশকিছু জায়গায় আবার এই বন্ধ চিরাচিরত প্রথা থেকে বেরিয়ে কিছুটা অন্যরকম ভাবেই পালন করতে দেখা গেল। চুঁচুড়া রোডে বাম সমর্থকদের অবরোধ ভাঙ্গতে এলে, কোনরকম বচসা না করে পুলিশকে মিষ্টি মুখ করানো হয়। কোথাও তো আবার পুলিশকে ফুল দিতেও দেখা গিয়েছে। এরই মধ্যে আবার যশোর রোডে ধরা পড়ল এক অন্যরকম চিত্র।
বাম সমর্থকদের অবরোধ তুলতে যশোর রোডে পুলিশ গেলে তাদের চকোলেট দেওয়ার ছবি ধরা পড়ল ক্যামেরায়। দেখা গেল, অবরোধ তুলতে আসা পুলিশ কর্মীর দিকে এগিয়ে এসে এক মহিলা বাম সমর্থক বলে- ‘স্যার, আপনারা আমাদেরকে লাঠি পেটা করেছেন, আমরা আপনাদের চকোলেট দিচ্ছি। আপনারা চকোলেটটা খান’।