IPL-র ফাইনাল চেন্নাইতে, কোয়ালিফায়ার ও এলিমিনেটর কোথায় হবে জানেন? দিনক্ষণ জানাল BCCI

বাংলা হান্ট ডেস্ক : একদিকে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ব্যস্ততা অন্যদিকে IPL এর উন্মাদনা, সবে মিলিয়ে ভারতীয় জনতার কাছে এখন আলোচনার টপিকের অভাব নেই। যদিও আইপিএল-র (Indian Premier League) ২০২৪ এর সম্পূর্ণ সূচি এখনও প্রকাশিত হয়নি। নির্বাচনের কারণে আপাতত সতেরো দিনের সূচিই ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারই মধ্যে প্রকাশ্যে এল আইপিএল সিজন ১৭-র ফাইনাল, কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের সময়সূচি ও আয়োজক শহরের নাম।

গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। এই ঘোষণার পূর্বেই আইপিএল-র সতেরো দিনের সূচি প্রকাশ করেছিল BCCI। সেই সময় ফাইনাল, কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে তা ঘোষণা করা হয়নি। তবে নিয়ম অনুসারে গতবারের বিজেতা দল নিজেদের মাঠে ফাইনাল এবং উদ্বোধনী ম্যাচের আয়োজন করে থাকে। সেই হিসেবে গতবারের বিজেতা চেন্নাই এবছর ফাইনাল ম্যাচের আয়োজন করবে।

তবে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ নিয়ে দ্বন্দ্ব ছিল। তবে শোনা যাচ্ছে, চলতি বছর একটা কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইতেই। অপর একটি কোয়ালিফায়ার ম্যাচের আয়োজন করা হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই এলিমিনেটর ম্যাচের আয়োজন করা হতে পারে।

আরও পড়ুন : সুপার ফ্লপ ২৫ কোটির বোলার, জয় এনে দিল ২০ লাখের রাণা! বেদম পিটুনি খেল স্টার্ক

আইপিএল ২০২৪ এর যে ১৭ দিনের সূচি তৈরি হয়েছে তাতে মোট চারটে ম্যাচ ইডেনেই খেলবে কেকেআর। খুব সম্ভবত এই চারটি ম্যাচ রয়েছে দিল্লি ক‌্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এই হাইভোল্টেজ ম্যাচের দিন ধার্য্য করা হয়েছে আগামী ১৪ এপ্রিল। বোর্ড সূত্রে খবর, ১৪ এপ্রিল দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হবে ম্যাচ।

আরও পড়ুন : ফের প্রায় ১০০ ট্রেন বাতিল শিয়ালদা লাইনে! বিপাকে যাত্রীরা, রইল ক্যান্সেলের তালিকা

বোর্ড সূত্রে খবর, ইতিমধ্যেই বিসিসিআই IPL-র বাকি সূচি তৈরি করে ফেলেছে। নির্বাচনের কথা মাথায় রেখেই এই সূচি তৈরি করেছে বোর্ড। খুব শীঘ্রই সেই সূচি সামনে আনবে বোর্ড। এখানে বলে রাখা ভালো, এটাই শেষ বছর যেখানে মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলছেন। এমন আবহে চেন্নাই যদি ফাইনালে ওঠে তাহলে CSK ফ্যানদের জন্য তা হবে সোনায় সোহাগা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর