এবার প্রতিটি গার্লস স্কুলের জন্য বিরাট ভাবনা! পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ জানলে আপনিও কুর্ণিশ জানাবেন

বাংলা হান্ট ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়ার “অস্বাভাবিক” মৃত্যুর পরেই রীতিমতো সরগরম হয়ে উঠেছিল রাজ্য। এদিকে, ওই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ ওঠার পাশাপাশি প্রশ্নের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও। এখনও পর্যন্ত মোট ১৩ জনকে ঘটনার জেরে গ্রেফতার করা হলেও ইতিমধ্যেই ১ জন জামিন পেয়েছে। তবে, এহেন ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরাও।

এদিকে, এই আবহেই এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যের প্রত্যেকটি গার্লস স্কুলে সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি, সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের তরফে বেশ কয়েকটি স্কুলে এই কাজ শুরুও হয়ে গিয়েছে। গার্লস হস্টেলেও সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

the government has a big idea for every girls school in the state

এমতাবস্থায় মনে করা হচ্ছে যে, স্কুলে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে সেটি দ্রুত এবং সহজেই ট্র্যাক করা যায় সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দফতর। পাশাপাশি, ওয়াকিবহাল মহলের মত অনুযায়ী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষা দফতরও। তাই, দ্রুত এহেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: ৭ বছর ধরে প্রতিদিন দোকানে আসে এই গরু! ভগবানের মতো শ্রদ্ধা করে বসার জন্য গদি বানালেন মালিক

প্রসঙ্গত উল্লেখ্য যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় ধৃতদের বিরুদ্ধে পকসো আইনেও মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই আলিপুর আদালতের তরফে এই ক্ষেত্রে মিলেছে অনুমতি। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সাহায্যেও নজরদারি চলবে বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন: চিনকে টেক্কা, এবার ভারতে এই বিশেষ চাহিদাপূর্ণ সামগ্রী তৈরি করবেন আম্বানি! প্রস্তুতি তুঙ্গে

সর্বোপরি, ওই বিশ্ববিদ্যালয়ের হস্টেল ও ক্যাম্পাসের প্রতিটি গেটে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার বরাত গিয়েছে ওয়েবেলের কাছে। পাশাপাশি, এই কাজে প্রায় ৩৭ লক্ষ টাকা খরচ হতে চলেছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে ওই অর্থ মঞ্জুর করা হয়েছে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর