বলিউডের পছন্দের তালিকার শীর্ষে শিয়ালদহ স্টেশন, শুটিং থেকে বিশাল আয় রেলের! অঙ্ক চমকে দেবে

বাংলা হান্ট ডেস্ক : ভারতের লাইফলাইন বলা হয় ভারতীয় রেলওয়ে (Indian Railways) নেটওয়ার্ককে। সম্প্রতি এই নেটওয়ার্কের উন্নতি সাধনে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে উন্নতির জন্য সবার আগে যেটা প্রয়োজন তা হল উপার্জন। এশিয়ার বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের আয়ের সবচেয়ে বড় উৎস হল যাত্রীরা। যদিও রেলের উপার্জনের একটা বড় অংশ আসে মালগাড়ি থেকে। বিজ্ঞাপন থেকেও ভালো টাকা উপার্জন করে রেল। তবে এসব ছাড়াও বলিউড (Bollywood) থেকেও একটা মোটা টাকা আয় করে থাকে রেল।

train (1)

   

অনেকেই হয়ত জানেননা যে, সিনেমা, সিরিয়াল বা ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য ভাড়া দিয়ে থাকে রেল। সেখান থেকে বিপুল লক্ষ্মীলাভ হয়ে থাকে রেলের। বিশেষ করে শিয়ালদহ (Sealdah Station) ও কলকাতা স্টেশন তো ছবি নির্মাতাদের অন্যতম পছন্দের স্টেশন। তাই তো এবার সহজেই শুটিংয়ের জন্য স্টেশন ভাড়া দিতে পূর্ব রেল (Eastern Railway) চালু করেছে অনলাইন পোর্টাল।

শ্যুটিং বাবদ ভারতীয় রেলের আয় :

পূর্ব রেল সূত্রে খবর, গত ২০২০-২১ অর্থবর্ষে শুটিং বাবদ রেলের আয় হয়েছে, ৭ লাখ ৭৪ হাজার টাকা। পরের বছর অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে সেই আয় বেড়ে হয়১৪ লাখ ৪৮ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আরও বেড়েছে আয়। এই বছরটা শুটিং বাবদ রেলের ভাড়ারে এসেছে ১৮ লক্ষ টাকা।

আরও পড়ুন : ১০০ টাকার নীচে নামল দাম, বড় পরিবর্তন পেট্রোল-ডিজেলের রেটে! কলকাতায় কত?

শ্যুটিংয়ের জন্য ভাড়া বাবদ কত টাকা নেয় রেল :

যাত্রী সংখ্যা ও গুরুত্বের নিরিখে রেল স্টেশনগুলিকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তিনটি ভাগের জন্য আলাদা আলাদা ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে। প্রথম শ্রেণীর স্টেশন ভাড়া নিতে গেলে লাইসেন্স ফি সহ আপনাকে দিতে হবে ২ লক্ষ টাকা। দ্বিতীয় শ্রেনীর স্টেশনে লাইসেন্স ফি সহ আপনাকে দিতে হবে দেড় লক্ষ টাকা। অন্যদিকে তৃতীয় শ্রেণীর স্টেশনের জন্য লাগবে ১ লক্ষ টাকা। স্টেশনের পাশাপাশি রোলিং স্টক ভাড়া নিলে খরচ পড়বে ৪ লক্ষ ৭৪ হাজার টাকা। এবং রোলিং স্টকে স্পেশালাইজেশন চাইলে দিতে হবে সাড়ে ৭ লক্ষ টাকা। রোলিং স্টক ও স্টেশন-সহ খরচ পড়বে ১৫ লক্ষ টাকা।

আরও পড়ুন : শনিতেই ৭৫ কিমি বেগে উঠবে ঘূর্ণিঝড়! কমলা সতর্কবার্তা একাধিক জেলায়, জানুন IMD রিপোর্ট

maxresdefault (9)

পাশাপাশি বিমা বাবদও মোটা টাকা খরচ হয়ে থাকে। রোলিং স্টকে খরচ হয় প্রায় ১০ কোটি এবং স্টেশনের জন্য খরচ হয়ে থাকে প্রায় ২ কোটি। পাশাপাশি শ্যুটিং-র জন্য যতযন স্টেশনে উপস্থিত থাকবেন তাদের মাথা পিছু দিতে হয় ১ লক্ষ টাকা। যদিও কেবল আয়ের পাশাপাশি কিছুটা মাথাব্যাথাও পোহাতে হয় রেলকে। প্রিয় তারকাদের দেখার জন্য শয়ে শয়ে লোক জমা হয় টেশনে। যা সামলানো দায় হয়ে পড়ে রেল কর্তৃপক্ষের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর