অনন্য নজির! বন্যা বিধ্বস্ত অসমে পায়ে হেঁটে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন IAS অফিসার কীর্তি

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে IAS অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও, বর্তমান সময়ে মাঝে-মধ্যেই কিছু কিছু IAS অফিসারদের এমন সব ঘটনা সামনে এসেছে যার ফলে ইতিমধ্যেই তাঁদের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি ঝাড়খণ্ড ক্যাডারের সিনিয়র IAS অফিসার এবং রাজ্যের খনির সচিব পূজা সিংঘলের সরকারি বাসভবন সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ২৫ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় দেশজুড়ে।

শুধু তাই নয়, কিছুদিন আগেই দিল্লির সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জীব খিরওয়ার ও তাঁর আমলা স্ত্রী রিঙ্কু দুগ্গার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে, গত কয়েক মাস ধরেই দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে ক্রীড়াবিদ ও প্রশিক্ষকদের সন্ধ্যে ৭ টার মধ্যে স্টেডিয়াম ছাড়তে বলা হচ্ছিল। কারণ পোষ্য সারমেয়কে নিয়ে হাঁটতে আসছিলেন সস্ত্রীক সঞ্জীব। এমতাবস্থায় অভিযোগের ভিত্তিতে, বৃহস্পতিবার রাতেই সঞ্জীবকে লাদাখ ও স্ত্রী রিঙ্কুকে অরুণাচলে বদলি করা হয়।

তবে, এইসব ঘটনার আবহেই এবার নতুন করে এমন একটি ঘটনা সামনে এসেছে যা কার্যত জিতে নিয়েছে সকলের মন। পাশাপাশি, এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যেখানে অনন্য রূপে দেখা গিয়েছে এক IAS অফিসারকে। বন্যা বিধ্বস্ত অসমের কাছাড়ে কাদামাখা পায়ে দাঁড়িয়ে IAS অফিসার কীর্তি জাল্লি এক অনন্য “কীর্তি” স্থাপন করেছেন।

ভয়াবহ বন্যায় রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছে অসম। কয়েক হাজার মানুষ এখন রয়েছেন অস্থায়ী শিবিরে। চারিদিকেই কার্যত শোনা যাচ্ছে ভিটে হারানোর হাহাকার। এমতাবস্থায়, মানুষের এই দুর্দশা দেখে তাঁদের পাশে দাঁড়াতে একটুও সময় নষ্ট করেননি কাছাড়ের ডেপুটি কমিশনার কীর্তি। বন্যার জল পেরিয়েই বানভাসি মানুষের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। এমনকি, কিছু কিছু জায়গায় বন্যাবিধ্বস্ত এলাকা নিজের পায়ে হেঁটে ঘুরেছেন কীর্তি।

পাশাপাশি, দুর্গতদের পৌঁছে দিয়েছেন সরকারি সাহায্যও। যেসমস্ত এলাকায় এখনও প্রচুর জল রয়েছে সেখানে বাকিদের সাথে নৌকায় চেপেই তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। আর সেইরকমই একটি ছবি বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, প্লাবিত এলাকাতেই এক মহিলার সঙ্গে নৌকায় দাঁড়িয়ে রয়েছেন কীর্তি। তাঁদের দু’জনের মুখেই রয়েছে হাসির রেশ।

https://twitter.com/AwanishSharan/status/1529831191515365377?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1529831191515365377%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Fassam-ias-walk-barefoot-in-flood-hit-areas-dgtl%2Fcid%2F1346989

আর এই ছবিই খুব সহজে মন জিতে নিয়েছে নেটিজেনদের। পাশাপাশি, তাঁর এই উদ্যোগ ঘোর দুর্দিনেও হাসি ফুটিয়েছে বন্যাবিধ্বস্ত মানুষগুলির মুখে। গত ২৬ মে IAS অফিসার অবনীশ শরণ কীর্তির এই ছবিটি টুইটারের মাধ্যমে সামনে আনেন। যা রীতিমতো ঝড় তুলেছে নেটমাধ্যমে। এখনও পর্যন্ত প্রায় ৫২ হাজারেরও বেশি লাইক এসেছে ছবিটিতে। পাশাপাশি, এই চরম দুর্দিনেও ওই IAS অফিসার যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের মুখে হাসি ফুটিয়েছেন তা দেখে নেটিজেনরা তাঁকে কুর্ণিশও জানিয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর