অনিল কুম্বলের নেতৃত্বাধীন ICC- এর ক্রিকেট কমিটি বলে থুতু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ করল।

Published On:

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হলো এবার থেকে বলে থুথু কিংবা লালার ব্যবহার করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন থুতু কিংবা লালার মধ্যে দিয়েই সবথেকে বেশি ভাইরাস ছড়িয়ে পড়ে মানুষের শরীরে। আর সেই কারণেই ক্রিকেটারদের স্বাস্থ্যের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বলে থুতু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ করল আইসিসির ক্রিকেট কমিটি।

অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি এই সিদ্ধান্ত নিয়ে সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে ঠিক করা হয় যে করোনার পরবর্তী সময়ে যখন ক্রিকেট ম্যাচ আয়োজন হবে সেই সময় বলে থুতু কিংবা লালার ব্যবহার নিষিদ্ধ। এছাড়া করানো পরবর্তী সময় যখন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হবে তখন ক্রিকেট মাঠে দুই নন ন্যাচারাল আম্পায়ার থাকার পক্ষেও রায় দিয়েছে এই কমিটি।

ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা আইসিসির শীর্ষ আধিকারিকের কাছে পাঠিয়ে দিয়েছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি। তবে করোনা পরবর্তী সময় থুথু কিংবা লালার ব্যবহার না করে কিভাবে বলের পালিশ চকচকে রাখা যায় এই ব্যাপারে গবেষণা শুরু করে দিয়েছে আইসিসি।

X