জোট সঙ্গীকে পাশে চাইলেও মুখ ফেরালেন ভাইজান, নির্বাচনী প্রচারে বামেদের পাশে থাকছে না ISF

বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। সামশেরগঞ্জ, জঙ্গিপুর এবং ভবানীপুরে কেন্দ্রে নির্বাচনের দিন স্থির হতেই, প্রার্থী নির্বাচনের পর এবার প্রচারে ঝড় তোলার লক্ষ্যে তৃণমূল (tmc), বিজেপি (bjp), সিপিএম (cpim)। কিন্তু এই লড়াইয়ে জোট সঙ্গী ISF- কে পাশে পাচ্ছে না বামেরা।

ভবানীপুরে আগে থাকতেই প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছে কংগ্রেস। এমনকি তাঁদের প্রচারেও থাকা নিয়ে, সংশয় রয়েছে। তবে এরই মধ্যে সিপিএমের আরও এক জোট সঙ্গী ISFকে পাশে চাইলেও, থাকতে নারাজ ভাইজান। কারণ, এবারের উপনির্বাচনে দুই কেন্দ্রে রয়েছে সিপিআইএম প্রার্থী এবং অন্য এক কেন্দ্রে রয়েছে আরএসপি প্রার্থী।

cpim.1.697816 1

রাজনৈতিক কুশীলদের মতে, গত নির্বাচনে ISF-র দিকে পরাজয়ের যে তির এসেছিল, তা কতোটা সত্য- এই নির্বাচনেই তা প্রমাণ হয়ে যাব বলে মনে করছেন ISF প্রধান আব্বাস সিদ্দিকী। তারউপর সিপিএমের সঙ্গে জোট বাধলেও, অপর জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে তাঁদের সম্পর্ক কোনকালেই একদমই ভালো ছিল না। পরাজয়ের সমস্ত দায় এসে পড়েছিল ISF-র উপর। তাই ধারণা করা হচ্ছে, এভাবে অপমানিত হওয়ার পর তাঁরা আর এই নির্বাচনী প্রচারে অংশ নেবে না।

এদিকে কংগ্রেসকেও পাশে পাচ্ছে না সিপিএম, আর অন্যদিকে ISF-ও দ্বিতীয় বার অপমানিত হওয়ার ভয়ে পাশে থাকবে না বলেই জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে নির্বাচনী প্রচার থেকে লড়াইয়ের ময়দান, সবখানেই একা লড়তে হবে বামেদের। আর ফলাফল যদি ৩-০ তাহলে, আর মুখ লোকানোর জায়গা থাকবে না বলে মনে করছে লাল শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর