বাংলাহান্ট ডেস্ক: বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। একাধিক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েও বলিউড থেকে দক্ষিণের তাবড় তারকাদের মাত দিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি। মুক্তির পর মাত্র ১১ দিনে ২০০ কোটির ঘরেও ঢুকে গিয়েছে কাশ্মীর ফাইলস।
দশম দিনে রেকর্ড ব্যবসা করেছিল এই ছবি। মুক্তির পর দশম দিনে ২৬.২০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, যদি অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ বেশ কিছু স্ক্রিন দখল করে না নিত তাহলে একদিনে ৩৫ কোটি টাকার ব্যবসাও করে ফেলতে পারত কাশ্মীর ফাইলস।
তখনি সম্ভাবনা ছিল, সপ্তাহের শেষে অনায়াসেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে কাশ্মীর ফাইলস। আর হলও সেটাই। মঙ্গলবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানালেন, গোটা বিশ্বে এখনো পর্যন্ত মোট ২০৬.১০ কোটি টাকার ব্যবসা করেছে দ্য কাশ্মীর ফাইলস।
ফিল্ম বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যেই ব্যবসার নিরিখে বেশ কিছু বলিউড ছবিকে পেছনে ফেলেছে কাশ্মীর ফাইলস। মাত্র ৮ দিনেই ১০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছিল এই ছবি। অপর দিকে তাঁর কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বিগ বাজেট ছবি আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ ১০০ কোটি ছুঁয়েছিল ১৩ দিনে। এদিকে ১১ দিনেই ২০০ কোটিতে পৌঁছে গিয়েছে কাশ্মীর ফাইলস।
অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’, রণবীর সিংয়ের ‘৮৩’ ও টিকতে পারেনি কাশ্মীর ফাইলসের সামনে। এমনকি হলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’কেও নাকি রেকর্ড মার্জিনে ছাপিয়ে গিয়েছে দ্য কাশ্মীর ফাইলস।
কয়েকশো কোটি টাকা বাজেটের তাবড় তারকাদের নিয়ে তৈরি ছবিও যে কামাল দেখাতে পারে না তা দেখাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। এমনকি অনেকের মতে, এই ছবি যদি ৩০০ কোটির মাইলফলকও ছুঁয়ে ফেলে তাহলেও বিশেষ অবাক হওয়ার মতো ব্যাপার থাকবে না।