বাংলাহান্ট ডেস্ক: বাধা কিছুতেই পিছু ছাড়ছে না ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story)। পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা ওঠার পরেও সিনেমাহলে ছবিটি দেখানো হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন পরিচালক প্রযোজকরা। এবার ব্রিটিশ যুক্তরাষ্ট্রেও ফের সমস্যার মুখে পড়ল দ্য কেরালা স্টোরি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাওয়ার পরেও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হল প্রেক্ষাগৃহে।
সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি ছবিটির বিষয়বস্তু নিয়ে প্রথম থেকেই বিতর্কের আবহ বিভিন্ন রাজ্যে। শুধু এ দেশে নয়, বাইরের বেশ কিছু দেশেও মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। এর মধ্যে ব্রিটেনে সিনেমা হলগুলিতে বন্ধ ছিল ছবির প্রদর্শনী। ছবিটি দেখার জন্য অনেকেই আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। তাদের টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হচ্ছিল।
জানা গিয়েছিল, ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিটির বয়সের শংসাপত্র না দেওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে দ্য কেরালা স্টোরির মুক্তি। তবে সম্প্রতি ছবিটি ১৮+ এর সার্টিফিকেট পেয়ে গিয়েছে। তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনীতে দেখা দিল বাধা।
একাধিক সূত্র মারফত খবর, বার্মিংহামে একটি প্রেক্ষাগৃহে দ্য কেরালা স্টোরির প্রদর্শনী চলাকালীন কিছু মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঢুকে পড়ে হাঙ্গামা শুরু করে। শাকিল আফসারের নেতৃত্বে বিক্ষোভকারীদের দলটি দর্শকদের হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে। শাকিল নিজেই ভিডিও শেয়ার করে দাবি করেন, ‘বিজেপি/হিন্দুত্বর প্রোপাগান্ডার কোনো জায়গা নেই ইউ কে-তে’।
BREAKING:
Chaotic scenes at UK screening of controversial anti-Muslim Indian movie The Kerala Story.Muslim activist @ShakeelAfsar8 disrupts film, sparking furious arguments with viewers.#TheKeralaStory has been condemned as 'Hindutva propaganda' depicting Muslims as… pic.twitter.com/z4VXBBckbV
— Robert Carter (@Bob_cart124) May 19, 2023
ভিডিওতে স্পষ্ট দেখা যায়, বিক্ষোভকারীরা হলের দর্শকদের হেনস্থা করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তবে ছবির প্রদর্শনী বন্ধ করার তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।