চলে গেল আসামের শেষ গোল্ডেন লেঙ্গুর, চিরতরে বিলুপ্তি হলো এই প্রজাতির

বাংলাহান্ট ডেস্কঃ মুছে গেল শেষ অস্তিত্ব। নিভে গেল শেষ প্রদীপ। আসামের (Assam) উমানন্দ দ্বীপে বসবাসকারী একটি গোল্ডেন লেঙ্গুর (Langur) মারা গেল। যার ফলে গোটা ভারত (India) থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে এই প্রজাতিটি। সোনালি ঘন পশমের এই প্রাণীটি ধীরে ধীরে কমে আসছে সমগ্র পৃথিবীতেই।

download 80

 

আসামের ব্রহ্মপুত্র নদীর মাঝখানের এই উমানন্দ দ্বীপে এই প্রজাতির বাঁদর দেখা যেত। মূলত আসামের পশ্চিমাঞ্চল, ভূটানের (Bhutan) কিছু কিছু জায়গায় এরা বসবাস করত। সারা পৃথিবীতেই ধীরে ধীরে কমে আসছে এদের প্রজাতি। আসামের উমানন্দ দ্বীপে একসঙ্গে বেশ কয়েকজন বসবাস করলেও, শেষের দিকে এই প্রাণীটি সেখানে একা হয়ে যায়। সঙ্গীর অভাব, খাবারের অভাব, বাসস্থানের অভাবে মারা গেল এই শেষ প্রাণীটিও।

এই প্রজাতির সোনালি ঘন লোমের লোভে এদের পিছনে চোরাশিকারীরাও লেগে থাকে। মানুষ শিকার করে নিয়ে যায় এদের। তার ফলেই এই প্রজাতির বাঁদরের অস্তিত্ব আজ ধবংসের মুখে। ভারত নয়, গোটা পৃথিবীতে এদের অস্তিত্ব বিলুপ্তির পথে এগোচ্ছে। সমগ্র পৃথিবীতে আজ হাতে গোনা সামান্য কিছু গোল্ডেন লেঙ্গুরই বেঁচে আছে। তাঁর মধ্যে আসামের এই শেষ লেঙ্গুরটিও মারা গেল। মানুষের হিংসা আর অত্যাচারের ফলে এদের গোটা প্রজাতিই হয়তো কোনোদিন বিলুপ্ত হয়ে যাবে।

আসামের এই লেঙ্গুরটির মৃত্যুর কারণ অবশ্য এখনও জানা যায়নি। জানা গেছে, পোস্টমর্টেমও করা হতে পারে। তবে ওই অঞ্চলের পরিবেশবিদের মতে, সঙ্গী সাথীর অভাবে দীর্ঘদিন ধরেই একা হয়ে যায় লেঙ্গুরটি। আর তাঁর জন্যই মানসিকভাবে ভেঙে পড়ে সে। কিন্তু ঠিক কি কারণে এর মৃত্যু ঘটল সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি।


Smita Hari

সম্পর্কিত খবর