প্রয়াত হলেন বিখ্যাত জ্যোতিষবিদ বেজন দারুওয়ালা, করেছিলেন মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যতবাণী

বাংলাহান্ট ডেস্কঃ বেজন দারুওয়ালা (Bejan Daruwalla), বিগত ১০০০ বছরে প্রায় ১০০ জন তাবড় তাবড় জ্যোতিষবিদদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। শুক্রবার গুজরাটের আহমেদাবাদের (Ahmedabad) একটি হাসপাতালে মহামারি করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। স্ত্রী গোলি এবং পুত্র নাস্তুর ও চিরাগকে রেখে চিরনিন্দ্রায় গেলেন এই খ্যাতনামা ব্যক্তিত্ব।

মারা যাওয়ার কারণ
পরিবারের দাবী তিনি, করোনায় নয়, নিউমোনিয়ার আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু আহমেদাবাদ পৌর কর্পোরেশন (AMC) -এর রিপোর্ট অনুসারে জানা যায়, মৃত্যুর আগে তিনি করোনা পজেটিভ ছিলেন। তবে তার তার ফুসফুসে তরল জমা হওয়ার ফলে রক্ত-অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

photo 10

 

কর্মদক্ষতা
অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন জ্যোতিষবিদ ছিলেন তিনি। ভারতের বিখ্যাত সব জ্যোতিষবিদদের মধ্যে তিনি ছিলেন একজন। দেশের অনেক প্রথম সারির সংবাদপত্রের জ্যোতিষশাস্ত্র বিভাগে নিয়মিত কলামও লিখতেন তিনি। মানুষের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক এবং কার্য সম্পর্কে উচিত পথটি বেছে দিতেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হওয়ার ভবিষ্যৎবাণীও করেছিলেন তিনি।

প্রথম জীবনে অধ্যাপনা করতেন
বেজন দারুওয়ালা ভগবান শ্রী গণেশের একজন অনুগামী ছিলেন, তার অফিসিয়াল ওয়েবসাইট মারফত জানা যায়। প্রথম জীবনে দারুওয়ালা আহমেদাবাদে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করতেন। আই-চিং, ট্যারোট, বৈদিক ও পাশ্চাত্য জ্যোতিষ, সংখ্যাবিজ্ঞান, এমনকি কাবালাহ-এর নিয়মকে মিলিয়ে তিনি মানুষের ভবিষ্যদ্বাণী করতেন, বলেও শোনা গিয়েছে।
জ্যোতিষী তাঁর স্ত্রী গুলি এবং পুত্র নাস্তুর ও চিরাগের দ্বারা জীবিত।

মুখ্যমন্ত্রীর শোকবার্তা
বিশিষ্ট এক ব্যক্তিত্বের প্রয়াণে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী শুক্রবার একটি ট্যুইট শেয়ার করেন। তিনি ট্যুইটে লিখেছেন, ‘আমি তার অন্তর্হিত আত্মার শান্তি কামনা করি’।

Smita Hari

সম্পর্কিত খবর