বাংলাহান্ট ডেস্কঃ গোটা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে করোনা ভাইরাস। এখনও সম্পূর্ণ ভাবে এই ভাইরাসের কবল থেকে মুক্তি পাওয়া যায়নি। তবে এই সময়কালে রুজি রোজগার হারিয়েছেন বহু মানুষ, কাজ হারিয়ে কর্মহীন হয়ে বহু মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন। সঞ্চিত অর্থেও টান পড়েছে বহু মানুষের। দেশজুড়ে দেখা গিয়েছিল হাহাকার।
তবে দেশজুড়ে মহামারি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, ধনকুবেররা নিজেদের জায়গায় ঠিক স্থির রয়েছেন। করোনা আবহ, লকডাউন কোন কিছুই যেন কোন প্রভাব ফেলতে পারেনি তাঁদের সম্পদের উপর। সম্প্রতি ফোর্বস সংস্থা দ্বারা প্রকাশিত এক ধনকুবেরের তালিকায় দেখা যাচ্ছে, শীর্ষে টানা ১৪ বছর ধরে রয়েছেন মুকেশ আম্বানি এবং তারপরই নাম রয়েছে গৌতম আদানির। তবে এই তালিকায় রয়েছেন বেশ কিছু মহিলাও (richest women in india)।
জেনে নিন তাঁরা কারা-
ফোর্বস সংস্থা দ্বারা প্রকাশিত এই ধনীর তালিকায় প্রথম দশে রয়েছেন সাবিত্রী জিন্দল। যার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ কোটি টাকা।
এই তালিকায় এরপর রয়েছেন হ্যাভেলস ইন্ডিয়ার বিনোদ রাই গুপ্ত। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ কোটি ৫০ লক্ষ টাকা।
এরপর রয়েছেন ইউএসভি’র লীনা তিওয়ারি। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি ৪০ লক্ষ টাকা।
এই তালিকায় দেখা গিয়েছে BYJU’s সংস্থার দিব্যা গোকুলনাথকেও। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ কোটি ৫ লক্ষ টাকা।
এই ধনকুবেরের রয়েছেন বায়োকনের কিরণ মজুমদার শও। মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ কোটি ৯০ লক্ষ টাকা।