ফের নয়া মাইলফলক স্পর্শ ভারতের! প্রথমবার BSE-র মার্কেট ক্যাপ পৌঁছল ৪ ট্রিলিয়ন ডলারে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব নজির তৈরি করছে ভারত (India)। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বিশ্বের পঞ্চম বৃহত্তম ভারতীয় শেয়ার বাজার (Share Market) প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার সকালে BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ৩,৪৫,৮৭,৬৬৭.২১ কোটি টাকায় পৌঁছেছে। যা প্রতি ডলারে ৮৩.৩১ টাকার এক্সচেঞ্জ রেটের পরিপ্রেক্ষিতে ৪,০০০ বিলিয়ন ডলারের সমতুল্য।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে মহামারীর পর থেকে দেশের এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজের মার্কেট ক্যাপ তিনগুণ বেড়েছে। এদিকে, সম্প্রতি পাঁচটি রাজ্যের নির্বাচনে তিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন দল বিজেপির সাম্প্রতিক জয় রাজনৈতিক ঝুঁকি হ্রাস করেছে এবং বিনিয়োগকারীদের আস্থাও বাড়িয়েছে।

ব্লুমবার্গের পরিসংখ্যান অনুসারে, দেশের এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজার ২০২০ সালের মার্চ মাসে মহামারী আঘাত হানার পর থেকে তিনগুণ বেড়েছে এবং সোমবার পর্যন্ত ৪ ট্রিলিয়ন ডলারের চিহ্নের চেয়ে কিছুটা কমে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: কেন ট্রেনের মাঝের অংশে থাকে AC কোচ? ৯৯ শতাংশ ব্যক্তি জানেন না এই উত্তর

৩,০০০ বিলিয়ন ডলার থেকে ৪”০০০ বিলিয়ন ডলারে পৌঁছতে মাত্র আড়াই বছর লেগেছে: দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ BSE-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির সম্মিলিত বাজার মূল্য সোমবার প্রথমবারের মতো ৪,০০০ বিলিয়নের রেকর্ড স্তরে পৌঁছে যায়। এদিকে, BSE-তে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির মার্কেট ক্যাপ ৩,০০০ বিলিয়ন ডলার থেকে ৪,০০০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে মাত্র আড়াই বছর সময় লেগেছে।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এই কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে চলছে নিয়োগ, এভাবে করুন আবেদন

১,০০০ ডলার থেকে ১,৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে সময় লেগেছে সাত বছর: ২০২১ সালের ২৪ মে, প্রথমবারের মতো সংস্থাগুলির মার্কেট ক্যাপ ৩,০০০ বিলিয়ন ডলারের স্তরে পৌঁছে যায়। তার আগে, BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপ ২০০৭ সালের ২৮ মে ১,০০০ বিলিয়ন ডলারের স্তরে পৌঁছেছিল।

The market cap of the Indian stock market reached 4 trillion dollars

এরপরে, ২০১৪ সালের ৬ জুন, কোম্পানিগুলির মার্কেট ক্যাপ ১,৫০০ বিলিয়ন ডলারে পৌঁছয়। এইভাবে, বাজারটি ১,০০০ বিলিয়ন ডলার থেকে ১,৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছতে প্রায় সাত বছর লেগেছিল। এমতাবস্থায়, ২০১৭ সালের ১০ জুলাই তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপ পৌঁছে যায় ২,০০০ বিলিয়ন ডলারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর