এখন থেকে আর কোনও খবর ছাপা হবেনা আইপিএলের

বাংলা হান্ট ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। প্রবল সমালোচনা সত্ত্বেও দেশের ক্রিকেট সার্কাস আইপিএল চালু রয়েছে। এমন অবস্থায় আইপিএলে কোনও খবর না প্রকাশ করা সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম বড় সংবাদপত্র গোষ্ঠী দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপ। এরপর থেকে নিজেদের ছাপা সংস্করণে আইপিএলের কভারেজের জন্য নির্ধারিত জায়গায় মহামারির ছবি ও অন্যান্য খবর দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন পত্রিকাটির সম্পাদক, ‘এই করুণ সময়ে জৈব সুরক্ষার এত স্তরের বলয়ের মধ্যে দেশে এমন একটা ক্রিকেট–উৎসব চলতে থাকাকে আমাদের কাছে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে। এখানে সমস্যাটা খেলা ঘিরে নয়, এর সময়কে ঘিরে। ক্রিকেট–সংশ্লিষ্ট ব্যক্তিদেরও বোঝা উচিত যে আমরা এমন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, যেটা আগে কখনো দেখিনি।’

কেউ পক্ষে মত দিচ্ছেন, কেউ বিপক্ষে। কেউ বলছেন আইপিএলকে আইপিএলের মতো করে চলতে দেওয়া উচিত, তো কেউ তুলে আনছেন দেশে করোনার ভয়াবহতার কথা। প্রশ্ন তাই উঠছেই, আইপিএল কি আসলে চলতে থাকা উচিত, নাকি আপাতত বন্ধ করে দেওয়া উচিত? দেশে এই মুহূর্তে করোনায় প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন দিনপ্রতি দুই হাজারের বেশি মানুষ। হাসপাতালগুলোয় অক্সিজেনের জন্য হাহাকার। রাস্তায় অ্যাম্বুলেন্সের আওয়াজ। শ্মশানে পোড়া লাশের গন্ধ। এর মধ্যে জৈব সুরক্ষা বলয়ে আছেন ক্রিকেটাররা। নিয়মিত করোনা পরীক্ষা হচ্ছে তাঁদের। টিকার ব্যবস্থাও করা হচ্ছে।

কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের মতো কেউ কেউ বলছেন, এই ভয়াল সময়ে আইপিএলই পারে মানুষকে ক্ষণিকের স্বস্তি দিতে। আবার আইপিএল ছেড়ে এরই মধ্যে অস্ট্রেলিয়ায় যাওয়ার ঘোষণা দেওয়া অ্যাডাম জাম্পা বলছেন, ‘এসব পুরোপুরি যাঁর যাঁর ব্যক্তিগত মত। যাঁর পরিবারের একজন সদস্য মৃত্যুশয্যায় আছেন, ক্রিকেট নিয়ে তাঁর কিছুই যায় আসে না!’

 

Udayan Biswas

সম্পর্কিত খবর