বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগেই দীর্ঘদিন বার্সেলোনায় খেলার পর বার্সেলোনা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বার্সা তারকা লিও মেসি। মেসির ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ। এবার বার্সেলোনা ক্লাবের সদস্যদের একটা বড় অংশ বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনাতে সক্রিয় হয়েছেন। ইতিমধ্যেই তারা বার্সেলোনার অন্যান্য সদস্যদের কাছ থেকেও সই সংগ্রহ করে জনমত তৈরী করার চেষ্টা করছে। এই অভিযান যদি সত্যিই সফল হয় তাহলে আগামী বছর নির্বাচনের আগেই নিজের পদ থেকে সরে যেতে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে।
দীর্ঘদিন ধরেই বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে মতবিরোধ হচ্ছিল মেসি সহ ক্লাবের অন্যান্য বাকি সদস্যদের। বিভিন্ন বিষয় নিয়ে মতের মিল হচ্ছিল না তার সঙ্গে। এই মত বিরোধ চরমে পৌঁছায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারার পরে। এমনকি ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার লিও মেসি জানিয়েছেন তিনি বার্সা ছাড়তে চান, তার অন্যতম প্রধান কারণ বার্সা প্রেসিডেন্টের জোসেফ মারিয়া বার্তোমেউ।
বার্সেলোনা ক্লাবের জার্ডি ফেরে, ভিক্তর ফন্ত ও লুইস ফার্নান্দেজ আলার মত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্তা বার্তোমেউর বিরুদ্ধে সরব হয়েছেন। তারার সই সংগ্রহ শুরু করেছেন। জানা গিয়েছে ইতিমধ্যেই 7500 জন সদস্যের সই সংগ্রহ হয়ে গিয়েছে, আগামী 17 ই সেপ্টেম্বরের মধ্যে যদি 16520 জন সদস্যের সই সংগ্রহ করে ফেলতে পারে তাহলে বার্তোমেউরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যাবে।