ভারতে বিশ্বকাপ খেলতে আসার আগে বিসিসিআই এর কাছে লিখিতভাবে ভিসা এবং নিরাপত্তা নিশ্চয়তা চাই পিসিবি।

এই বছর এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের মাটিতে। কিন্তু বিসিসিআই এর তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানে এশিয়া কাপ হলে সেখানে খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। সেই কারণে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে আনতে বাধ্য হয় এশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে রাজি না থাকলেও পাকিস্তান ভারতে এসে ক্রিকেট খেলতে রাজি। 2021 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং 2023 সালে 50 ওভারের বিশ্বকাপ আয়োজক দেশ ভারত। তাই বিশ্বকাপ খেলতে হলে পাকিস্তানকে ভারতে এসেই খেলতে হবে। তবে পাকিস্তান ভারতে এসে ক্রিকেট খেলতে রাজি কিন্তু তাদের একটাই দাবি পাক ক্রিকেটারদের নিরাপত্তা ও ভিসা নিশ্চিত করতে হবে বিসিসিআইকে।

এই মর্মে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দাবি জানালো তাদেরকে লিখিত আশ্বাস দিতে হবে যাতে ভারতে খেলতে এসে পাকিস্তানি ক্রিকেটারদের কোনো প্রকার বাঁধার সম্মুখীন হতে না হয়।

257635670615391a7f7ae040cba895992e8486e5e74d3283b57d3cf84f68a1d07a42020a0

এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলালিতে ঠিকেছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে, শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপ ছাড়া কখনো একে অপরের মুখোমুখি হয় না ভারত ও পাকিস্তান। আর এমন পরিস্থিতিতে বিসিসিআই জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে যদি এশিয়া কাপ অনুষ্ঠিত হয় তাহলে সেখানে খেলতে যাবে না ভারত। তবে পিসিবি জানিয়েছে আমাদের ভারতে খেলতে যেতে কোন অসুবিধা নেই তবে তার আগে বিসিসিআইকে লিখিত ভাবে নিশ্চিত করতে হবে যাতে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পেতে কোনো অসুবিধা না হয় এবং সেই সাথে নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর