পাল্টে গেল অত্যন্ত প্রয়োজনীয় ১৫ টি ওষুধের দাম! এখনই জানুন নতুন রেট

বাংলা হান্ট ডেস্ক: গত মার্চ মাসেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA) একটি বৈঠকের পর ডায়াবেটিস সহ বেশ কিছু রোগের গুরুত্বপূর্ণ ১৫ টি মূল ওষুধের ফর্মুলেশনের খুচরো মূল্য নির্ধারণ করেছে। এবার ওইসব ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোকে নতুন দাম অনুসরণ করতে হবে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে একটি বিবৃতি জারির মাধ্যমে জানানো হয়েছে যে, “গত ২৪ মার্চ ৯৬ তম কর্তৃপক্ষের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে NPPA ড্রাগস (মূল্য নিয়ন্ত্রণ) আদেশ, ২০১৩ এর অধীনে ১৫ টি ফর্মুলেশনের খুচরো মূল্য নির্ধারণ করেছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, ড্রাগস (মূল্য নিয়ন্ত্রণ) ২০১৩-র আদেশানুসারে জানানো হয়েছে, প্রস্তুতকারকদের তৈরি করা একটি মূল্য তালিকা প্রতিটি খুচরো বিক্রেতা এবং ডিলার, প্রদর্শন করবেন যাতে যে কোনও ব্যক্তিই খুব সহজেই তা জানতে পারেন। মূলত, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, ওষুধের মূল্য নির্ধারণ/সংশোধনের পাশাপাশি দেশে ওষুধের দাম এবং প্রাপ্যতা কার্যকর করার উদ্দেশ্যে কাজ করে।

এই প্রসঙ্গে NPPA জানিয়েছে যে, এবার থেকে নির্মাতারা ইন্টিগ্রেটেড ফার্মাসিউটিক্যাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের (IPDMS) মাধ্যমে নিয়ন্ত্রকের কাছে একটি মূল্য তালিকা জারি করবে এবং রাজ্য ওষুধ নিয়ন্ত্রক ও ডিলারদের কাছে সেই তালিকার অনুলিপি জমা দেবে।

এদিকে, নতুন এই দামের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সব ওষুধের দামে পরিবর্তন ঘটেছে। NPPA রক্তে অ্যান্টিবডির অভাবের কারণে সৃষ্ট কিছু রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হিউম্যান নরমাল ইমিউনোগ্লোবুলিনের খুচরো মূল্য ইতিমধ্যেই নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, এবার থেকে ১০ মিলি শিশির জন্য দাম পড়বে ১৭৭.৮৫ টাকা।

পাশাপাশি, ওভ্যিউলেশন নিয়ন্ত্রণে সাহায্য করে এমন একটি হরমোন মেড্রক্সিপ্রজেস্টেরন অ্যাসিটেট সাসটেইনড রিলিজ ট্যাবলেটের খুচরো মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪.০৪ টাকা।

12 medicines 2
এছাড়াও, ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় এমন দু’টি গুরুত্বপূর্ণ ট্যাবলেটের দামেও পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাসোসিয়েটেড বায়োটেক, ডেলস ল্যাবরেটরিজ কর্তৃক উৎপাদিত এবং বিক্রি করা মেটফর্মিন (এক্সটেন্ডেড রিলিজ) ও টেনিলিগ্লিপটিন ট্যাবলেটের দাম প্রতি ট্যাবলেট পিছু এখন ৭.১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, Dapagliflozin ও Metformin Hydrochloride (এক্সটেন্ডেড রিলিজ) ট্যাবলেটের খুচরো মূল্য প্রতি ট্যাবলেটে ১০.৭ টাকা নির্ধারণ করা হয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর