মিলেছে ৪৬৫ কোটি টাকার অর্ডার! হু হু করে দাম বাড়ল এই মাল্টিব্যাগার স্টকের

Published on:

Published on:

The price of this multibagger stock increased in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই নিয়মিতভাবে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করে থাকেন। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি মাল্টিব্যাগার স্টকের (Share Market) বিষয়ে জানাবো যেটির দাম শুক্রবার BSE-তে প্রায় ৫ শতাংশ বেড়ে ৪২৩ টাকায় পৌঁছে যায়।

শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে এই মাল্টিব্যাগার স্টক:

উল্লেখ্য যে, বোন্ডাডা ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের ওই কোম্পানিটি মহারাষ্ট্র স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে ৪৬৫ কোটি টাকার অর্ডার পেয়েছে। এই অর্ডারের পর, বোন্ডাডা ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে, বাজার বন্ধের সময়ে সংস্থাটির স্টকের দাম ২.২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১২.৭০ টাকায় দাঁড়িয়েছে। এই কোম্পানির স্টকের (Share Market) ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর ৭১৯.৫০ টাকা। একই সময়ে, বোন্ডাডা ইঞ্জিনিয়ারিংয়ের স্টকের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৩৩০ টাকা।

The price of this multibagger stock increased in the share market.

এই মাল্টিব্যাগার কোম্পানির অর্ডারের বিবরণ: জানিয়ে রাখি যে, এই মাল্টিব্যাগার কোম্পানি (Share Market) একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে বোন্ডাডা ইঞ্জিনিয়ারিং, একটি কনসোর্টিয়ামের প্রধান সদস্য হিসেবে, মহারাষ্ট্র স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে একটি লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে। এই অর্ডারটি একটি ইন্টিগ্রেটেড সোলার ইঞ্জিনিয়ারিং এবং প্রকিওরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য। যেখানে ল্যান্ড প্রকিওরমেন্ট শামিল রয়েছে। বোন্ডাডা ইঞ্জিনিয়ারিং জানিয়েছে যে, চুক্তিতে মহারাষ্ট্রের বিড জেলার জিওয়াচিওয়াড়িতে ১০০ মেগাওয়াট (এসি) গ্রিড-কানেক্টেড-মনো-ক্রিস্টালাইন সোলার পাওয়ার প্ল্যান্টের ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্ট, সিভিল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়ার্কস, পারমিট, কমিশনিং অ্যান্ড টেস্টিং পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রকল্পটি ৪৫০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: বড় ঘোষণা আদানি গ্রুপের! এই রাজ্যে করবে ১ লক্ষ কোটির বিনিয়োগ, সামনে এল পরিকল্পনা

বোন্ডাডা ইঞ্জিনিয়ারিংয়ের স্টক ৫ টি অংশে বিভক্ত করা হয়েছে: জানিয়ে রাখি যে, মাল্টিব্যাগার বোন্ডাডা ইঞ্জিনিয়ারিং তার স্টক স্লিট (Share Market) সম্পন্ন করেছে। কোম্পানিটি স্টকগুলিকে ৫ টি অংশে বিভক্ত করেছে যা ২০২৪ সালের সেপ্টেম্বরে সম্পন্ন হয়। বোন্ডাডা ইঞ্জিনিয়ারিং তার ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারগুলিকে ২ টাকা ফেস ভ্যালুর ৫ টি শেয়ারে বিভক্ত করেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকের শেয়ারহোল্ডিং তথ্য অনুসারে, এই কোম্পানিতে প্রোমোটারদের ৬১.৫৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে, যেখানে পাবলিক শেয়ারহোল্ডিং হল ৩৮.৪৫ শতাংশ।

আরও পড়ুন: “সুশাসন এবং উন্নয়নের জয়”, বিহারে NDA-র দাপটে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী, জনগণের উদ্দেশ্যে জানালেন কৃতজ্ঞতা

IPO-তে কোম্পানির শেয়ারের দাম ছিল ৭৫ টাকা: উল্লেখ্য যে, বোন্ডাডা ইঞ্জিনিয়ারিংয়ের IPO ২০২৩ সালের ১৮ অগাস্টে বিডিংয়ের জন্য (Share Market) খোলা হয়েছিল এবং ২২ অগাস্ট পর্যন্ত খোলা ছিল। IPO- এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৭৫ টাকা। বোন্ডাডা ইঞ্জিনিয়ারিংয়ের IPO মোট ১১২.২৮ গুণ সাবস্ক্রাইব করা হয়। কোম্পানির IPO-তে সাধারণ বিনিয়োগকারী ১০০.০৫ বার গুণ সাবস্ক্রাইব করেছে, যেখানে অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ক্যাটাগরি ১১৫.৪৬ গুণ সাবস্ক্রাইব করে।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগের অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।