এমনই হওয়া উচিৎ ধর্ষক দের শাস্তি। ধর্ষকদের নৃশংস শাস্তি দিল মেক্সিকোর লোকেরা।

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ধর্ষকদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? এই নিয়ে সমাজের বিভিন্ন মহলে মতভেদ রয়েছে। তবে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে মেক্সিকোর একদল লোক যা ‘শাস্তি’ দিল তা নিয়ে হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কেউ কেউ বলছেন এই শাস্তি নারকীয়। কেউ কেউ বলছেন, ‘এ রকমই হওয়া উচিত।’

 

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে  ৩০ বছর এর এক ব্যক্তির বিরুদ্ধে গত মাসে এক মহিলার উপর যৌন নিগ্রহ চালানোর অভিযোগ ওঠে। পাঁচ জন ব্যাক্তি সেই কাজের ‘শাস্তি’ হিসাবে সম্প্রতি তাঁকে রাস্তায় ধরেন। তার পর তাকে  রাস্তার মাঝখানে হাত-পা বেঁধে নগ্ন করে ফেলে রাখা হয় । আর পিট বুল প্রজাতির একটি কুকুর কেটে নেয় ওই অভিযুক্ত ব্যক্তির যৌনাঙ্গ।

যারা তাকে শাস্তি দিয়েছিল তারা এই ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তি চিৎকার করছেন, ‘থামো। ছেড়ে দাও আমায়।’

 

যে পাঁচ জন ব্যাক্তি লোকটিকে এভাবে শাস্তি দিলো তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানা যায়নি।এই ঘটনার পর ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিই বা কেমন আছেন? তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কিনা তাও জানা যায়নি।

সম্পর্কিত খবর

X