অবশেষে জানা গেল রায়নার তড়িঘড়ি ভারতে ফেরার মর্মান্তিক কারন, দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছেন…

বাংলাহান্ট ডেস্কঃ শনিবার সকালে বড়সড় ধাক্কা চেন্নাই সুপার কিংস (CSK) শিবিরে। এই বছর আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন চেন্নাই সুপার কিংস এর অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুরেশ রায়না। ব্যক্তিগত কারণ দেখিয়ে দুবাই থেকে সরাসরি ভারতে উড়ে আসেন রায়না। ব্যক্তিগত কারনের কথা বললেও সেটা কারুর কাছে স্পষ্ট ছিল না যে কি এমন ব্যক্তিগত কারণ যার জন্য তড়িঘড়ি দুবাই থাকে দেশে ফিরতে হল রায়নাকে।

তবে এবার রায়নার তড়িঘড়ি বাড়ি ফেরার কারণ জানা গেল। জানা গেল সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা। সম্প্রতি পাঠানকোটে রায়নার কাকার বাড়িতে দুষ্কৃতী হামলা হয়, আর তাতেই প্রাণ হারিয়েছেন রায়নার পিসেমশাই। এছাড়াও দুষ্কৃতী হামলার ফলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন রায়নার পিসি। এই মুহূর্তে উনার অবস্থা খুবই শোচনীয়। আর পরিবারের এমন দুর্ঘটনার খবর পেয়ে দুবাইয়ে বসে থাকতে পারেননি রায়না, তড়িঘড়ি উড়ে এয়েছেন ভারতে।

716110691afa7a6d4f6509736dd39d194d3b7fc5fb3c6753135e0de10446493bd0a4b3d0

জানা গেছে রায়নার আত্মীয়রা পাঠানকোট এর থরিয়াল গ্রামের বাসিন্দা। গত 29 শে আগস্ট রায়নার ওই আত্মীয়রা যখন মাঝ রাতে বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন সেই সময় হঠাৎই তাদের বাড়িতে ঢুকে পড়েন একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতি। বাড়িতে ঢুকেই তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রায়নার পিসি এবং পিসেমশাইকে। ধারালো অস্ত্রের আঘাতে সঙ্গে সঙ্গে প্রাণ হারান রায়নার পিসেমশাই অশোক কুমার, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন রায়নার পিসি আশাদেবী। এছাড়াও আহত হয়েছেন রায়নার দুই পিসতুতো ভাই। জানা গিয়েছে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আর এই খবর পাওয়ার পরে রায়না আর দুবাইতে থাকতে পারেননি, পরিবারের পাশে থাকতে দুবাই থেকে ভারতে উড়ে এসেছেন। আর সেই কারণে এই বছর আইপিএল-এ খেলবেন না সুরেশ রায়না।


Udayan Biswas

সম্পর্কিত খবর