বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনকে টার্গেট করে এগোচ্ছে সব দলের প্রতিনিধিরাই। শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত (sanjay raut) সম্প্রতি দশেরা উৎসবে সামিল হয়ে এক সমাবেশ থেকে করলেন এক বড় ঘোষণা। ৫ বছর নয় আগামী ২৫ বছর ক্ষমতায় থাকার বার্তা দিলেন জনগণের উদ্দেশ্যে।
রবিবার মুম্বাইয়ের এক সমাবেশে দশেরা উৎসবের মঞ্চ থেকে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, শিবসেনা-এনসিপি এবং কংগ্রেস আগামী ৫ বছর নয়, আগামী ২৫ বছর ধরে মহারাষ্ট্রে সরকারের দায়িত্বে থাকবে। আসন্ন নির্বাচনে জয়লাভ করে পুরো ২৫ বছর ধরে রাজত্ব করবে।
শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত আরও বলেছেন, ‘আমরা শুধু মহারাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকব না, আমরা দিল্লীর দিকেও এগিয়ে যাব। আমি যখন আগের বার বলেছিলাম, মহারাষ্ট্রে শিবসেনা দল থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন, তখন অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু দেখুন আজকের দিনে দাঁড়িয়ে, মহারাষ্ট্রে শিব সেনা দলের থেকেই মুখ্যমন্ত্রী রয়েছেন এবং আমরা আগামী ২৫ বছরের জন্যও থাকব’।
This government will complete its full term of 5 years. In fact, we will continue for 25 years: Sanjay Raut, Shiv Sena https://t.co/tmv0cyL2My
— ANI (@ANI) October 25, 2020
বর্তমানে মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার চলছে। কিন্তু এক বছরের মধ্যে যেকোন ঘটনা ঘটে যেতে পারে জেনেও, সঞ্জয় রাউত আগামী ২৫ বছর সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন। ক্ষমতা দখলের লড়াইয়ে একে অপরের দিকে বহুবার প্রশ্নবাণ নিক্ষেপও করেছে।
https://twitter.com/erbmjha/status/1320399139914444802
আবার মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকরে এক দশেরা সমাবেশ থেকে বিজেপিকে আক্রমণ করে বলছেন, ‘যে সকল ব্যাক্তিরা আমাদের সরকারের উপর প্রশ্ন তুলছে, তাদের মুখ গোবর এবং গোমূত্র দিয়ে ভর্তি রয়েছে। তারা এখন আমাদের নোংরা করার জন্য আমাদের দিকে গোবর ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে। এখানে এমন লোক রয়েছে যাদের কাপড় গোবর এবং গোমূত্র দিয়ে পরিপূর্ণ রয়েছে। তবে আমরা একদম পরিষ্কার আছি। কোন নোংরা নেই আমাদের গায়ে’।