বাংলাহান্ট ডেস্কঃ নয়া দিল্লী (New Delhi) রেল স্টেশন থেকে রওনা দিল শ্রমিক স্পেশাল (Shramik special train) ট্রেন। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়, শ্লোগান দিয়ে যাত্রা শুরু করল এই বিশেষ ট্রেন। রেলওয়ে আধিকারিকরা করতালির মাধ্যমে শ্রমিকদের অভিন্দন জানালেন। করোনা ভাইরাসের জেরে লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে পেরে শ্রমিকরাও বেজায় খুশি।
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাবার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
সমগ্র দেশ লকডাউন জারী হওয়ার পর বিপাকে পড়েন পরিযায়ী শ্রমিকরা। পরিবার পরিজন ছেড়ে কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে গিয়ে আটকে পড়েন শ্রমিকরা। প্রথম দিকে অনুমতি না মিললেও পরবর্তীতে তাঁদের রাজ্যে ফেরাবার অনুমতি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই মতই শুরু হয় করোনা (COVID-19) সতর্কীকরণ বিধি নিষেধ মান্য করে শ্রমিকদের ফিরিয়ে আনার কাজ। দিল্লী থেকে প্রথম ছাড়া হল এই শ্রমিক স্পেশাল।
ফিরিয়ে আনা পরিযায়ী শ্রমিকদের সংখ্যা
উত্তর প্রদেশ সহ বিভিন্ন রাজ্যের প্রায় ৫১ হাজার পরিযায়ী শ্রমিক এবং রাজ্যবাসীকে ফিরিয়ে এনেছে ৪৩ টি ট্রেন। এছাড়াও ৪৩ টিরও বেশি ট্রেন এখনও নাগরিকদের ফিরিয়ে আনার কাজ করে চলেছে। শারজাহ থেকে প্রাথম ২০০ ভারতীয় জন যাত্রী নিয়ে আগামী ৯ ই মে লখনউ পৌঁছাবে এক বিশেষ বিমান।
যেসব জায়গায় পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে
‘উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে ইতিমধ্যেই প্রায় ৪৩ টি বিশেষ ট্রেন রাজ্যে পৌঁছেছে। এবং বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ আরও ১৩ টি ট্রেন ফেরার ব্যবস্থাও হয়েছে’- জানালেন অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্তি। আগ্রা, কানপুর, লখনউ, জৌনপুর, বালিয়া, গোরক্ষপুর, বেরিলি, প্রয়াগরাজ, কন্নৌজ, বড়বাঙ্কি, বান্দা, সীতাপুর, প্রতাপগড়, আজমগড় ও উন্নাওতে ৫১ হাজার ৩৭১ জন পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। এবং আরও ৪৩ টি অতিরিক্ত ট্রেন পরিষেবা দেওয়ার কথাও বলা হয়েছে, বলে জানান তিনি।