বাংলা হান্ট ডেস্ক: সরকারি কর্মচারীদের কাছে DA (Dearness Allowance) বা মহার্ঘ্য ভাতা হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গত বছর কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের সরকারও সরকারি কর্মীদের কথা ভেবে DA-র হার বাড়িয়েছে। এমতাবস্থায়, ২০২৩ সালের ১৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ DA এবং DR বৃদ্ধির ঘোষণা করেছিল।
এদিকে, এই সিদ্ধান্তের ফলে প্রত্যক্ষভাবে উপকৃত হন প্রায় ৪৮.৬৭ লক্ষ কর্মচারী এবং ৬৭.৯৫ লক্ষ পেনশনভোগী। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। এখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA এবং পেনশনভোগীদের DR বেড়ে হয়েছে ৪৬ শতাংশ। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছিলেন যে এই বর্ধিত হার গত বছর অর্থাৎ ২০২৩ সালের ১ জুলাই থেকে প্রযোজ্য হবে।
তবে, এবার DA বৃদ্ধির ঘোষণা করা হল দেশের আরও একটি রাজ্যের সরকারের তরফে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উত্তরাখণ্ড সরকার এবার এই বড় সিদ্ধান্ত নিয়েছে। মূলত, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির ঘোষণা করেছেন। যার ফলে ওই রাজ্যের সরকারি কর্মচারীদের DA ৪২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৪৬ শতাংশ হয়েছে।
আরও পড়ুন: “চিনাদের থেকে উপার্জন করুন”, মলদ্বীপকে খোঁচা দিয়ে ফের বোমা ফাটালেন EaseMyTrip-এর CEO
এমতাবস্থায় রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের জেরে স্বাভাবিকভাবেই লাভবান হবেন বহু সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপকরা। ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই প্রসঙ্গে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য যে, এই বর্ধিত মহার্ঘ ভাতা প্রদান ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর হবে। পাশাপাশি, সুবিধাভোগীদের পাওনা নগদে প্রদান করা হবে।
আরও পড়ুন: চিন পাবে জোর ঝটকা! ভারতের সঙ্গে হাত মেলাচ্ছেন ইলন মাস্ক, দেশে তৈরি হতে চলেছে সবথেকে বড় প্ল্যান্ট
অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীদের প্রতি মাসে বেতনের পাশাপাশি সংশোধিত মহার্ঘ ভাতা প্রদান করা হবে। এছাড়াও, জানিয়ে রাখি যে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও পূর্ণমেয়াদের কর্মচারীদের ক্ষেত্রে এই বর্ধিত DA-র হার লাগু হবে।