বাংলা হান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) এখন এক শ্রমিকের (Worker) ভিডিও চর্চার তুঙ্গে। এই ভিডিওটিকে মানুষ বেশ পছন্দ করছেন। এই ভিডিওটিতে একটি শ্রমিকের কঠোর পরিশ্রম তুলে ধরা হয়েছে। আজ সেই মানুষটির সম্বন্ধেই জানাবো আপনাদেরকে। তার সমন্ধে জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।
ভাইরাল ভিডিওটিতে (Viral Video) দেখানো হয়েছে, এক শ্রমিক কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সরকারি স্কুলের শিক্ষক (Goverment School Teacher) হয়ে ওঠার গল্প। এই গল্পটি কিষান মিনার নামে এক শ্রমিকের গল্প। তিনি রাজস্থানের বাসিন্দা। তিনি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। এবং সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সংগ্রাম নেই, কষ্ট নেই, এমন জীবন বাঁচার মজা কৈ, বুকে আগুন লাগলে বড় ঝড়ও থামে’।
সেই ভিডিওটির মধ্যে দেখা যায়, কিষান একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছেন। তিনি মাথায় করে ভারী মালপত্র বহন করছেন। এছাড়া তিনি নিরাপত্তারক্ষী (Security Guard) হিসেবেও কাজ করতেন, তার সাথে নিজের পড়াশোনার সময়টুকুও বের করে নিতেন। তার এই কঠোর পরিশ্রম আজ তাকে তার সাফল্যে পৌঁছেছে।
আরও পড়ুন : ১০২ কোটি বরাদ্দ, ১১ লক্ষ অ্যাকাউন্টে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার! আপডেট করুন পাসবই
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কিষান ‘রাজস্থান স্টাফ সিলেকশন বোর্ড’ (Rajasthan Stuff Selection Board) -এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি একটি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের (Upper Primary School) শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছেন। তার এই ভিডিও দেখে প্রচুর মানুষ তাকে পছন্দ করেছেন।শুধু এইটুকুই না তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ৯ লাখের বেশি মানুষ লাইক করেছে।
আরও পড়ুন : কপাল খুলল ‘অনুরাগের ছোঁয়া’র! এক ধাক্কায় নম্বর কমল ‘নিম ফুলের মধু’র, TRP তালিকায় বড় চমক
View this post on Instagram
এই ভিডিওটির নিচে কমেন্টে একজন ইউজার বলেছেন, ‘আপনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক হবেন’। আরেকজন বলেছেন, ‘তোমার পরিশ্রম সার্থক হয়েছে’। আরেক ইউজার লিখেছেন, ‘এত কঠিন তপস্যার পর সাফল্যের মূল্য চারগুণ বেড়ে যায়’।
আরও পড়ুন : পিঙ্কি প্রথম নয়! এই নামজাদা অভিনেত্রী ছিলেন কাঞ্চনের প্রথম স্ত্রী, জানুন তার পরিচয়
ইনস্টাগ্রামে এই রিলটি পোস্ট করা হয়েছিল আগের বছর ৩১ ডিসেম্বরে। এই ক্লিপটিতে প্রায় মিলিয়ন ভিউস এসেছে। ৯ লাখের বেশি মানুষ এটিকে লাইক করেছেন। ভিডিওর কমেন্ট বক্সে প্রচুর মানুষ তাদের মতামত শেয়ার করেছেন। সত্যি তার এই সাফল্য দেখে তার সংগ্রামকে স্যালুট।