আত্মসমর্পণ না করলে ছাড়া হবে না! বিরোধী শক্তির ২০ টি শিশুকে অপরহণ করল তালিবানরা

বাংলাহান্ট ডেস্কঃ হিন্দুকুশ পর্বতের পাদদেশে পঞ্জশির উপত্যকা প্রথম থেকেই মাথা ব্যাথার কারণ ছিল তালিবানদের (taliban) কাছে। পাহাড় ঘেরা এই সমতলে, এখনও অবধি পা রাখতে পারেনি তালিবানরা। কিন্তু এবার ওই ক্ষেত্র কবজা করার জন্য, একেবারে হীন মানসিকতার পরিচয় দিল তালিবানরা। অপহরণ করল তালিবান-বিরোধী শক্তির ২০ টি শিশুকে।

মুখে যতই বলুক না কেন নিজেদের বদলে ফেলেছে, তালিবানরা যে সেই পূর্বেকার মনোভাব থেকে এক পাও এগোতে পারেনি, তা আবারও প্রমাণ করল এই জঙ্গিরা। ২০ টি শিশুকে অপহরণ করল তলিবানরা। এই শিশুদের বাবারা রয়েছেন তালিবান-বিরোধী শক্তিতে। সূত্রের খবর, এই শিশুদের বাবারা যদি আত্মসমর্পণ করে, তবেই তাঁদের সন্তানদের ফিরিয়ে দেওয়া হবে, এমনটা জানিয়েছে তালিবানরা।

taliban 1232

দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের দখল নিয়ে নিজেদের স্বরুপ প্রকাশ্যে আনছে তালিবানরা। জারী করছে, নানারকম অন্যায্য ফতেয়া। আর আবার এই শিশুদের অপরহরণ করে, সব সীমা পার করে দিল তালিবানরা। আফগানিস্তানের পঞ্জশির প্রদেশে এখনও পা রাখতে না পেরেই তাঁরা যে এমনটা করেছে, তা আর বোঝার অপেক্ষা রাখে না।

প্রেসিডেন্ট আশরফ ঘানি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই এই পঞ্জশির প্রদেশেই আশ্রয় নিয়েছেন স্বঘোষিত কার্যকরী আফগান রাষ্ট্রপতি আমরুল্লা সালেহও। এমনকি প্রাক্তন কার্যকরী প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি এবং আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদইও রয়েছেন এই পঞ্জশির প্রদেশে। সেখান থেকেই নেতৃত্ব দিচ্ছে আহমেদ মাসুদের বাহিনী।

ইতিমধ্যেই তালিবানদের কাছ থেকে হুমকি এসেছে, আহমেদ মাসুদের বাহিনীর সঙ্গ ত্যাগ না করলে, আত্মসমর্পণ না করেল, এই শিশুদের ছেড়ে দেওয়া হবে না।

ad

Smita Hari

সম্পর্কিত খবর